শীতলক্ষ্যায় অবৈধভাবে বালু উত্তোলনে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক টাওয়ার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরের মদনগঞ্জে নাসিক ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোঃ সাগরের নেতৃত্বে অবৈধ ভাবে শীতলক্ষ্যা নদী থেকে বালু উত্তোলনের ফলে ৩৩ হাজার ভোল্টের টাওয়ার হুমকির মুখে পড়েছে। বালু উত্তোলনের ফলে নদীর পাড় ধসে টাওয়ারের পদ দেশে পানি চলে আসায় যে কোন সময় দাওয়ার ধসে বড় ধরনের বৈদ্যুতিক বিপর্যয়ের ঘটনার আশংকা দেখা দিয়েছে। প্রতিদিন নদীতে ৩টি ড্রেজার বসিয়ে ২০ থেকে ২৫ কার্গো জাহাজ বালু উত্তোলন করে নেয়া হচ্ছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ বি.আই.ডব্লিও.টি এর পোর্ট অফিসার আরিফ উদ্দিন নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রতিবেদককে জানান, মদনগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে তা আমরা অবগত নই।  অবৈধ ভাবে বালু উত্তেলনকারী যেই হউক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনারা নাজমীন বলেন, সরকারী মাটি কাটা কারো এখতিয়ার নেই। আর সরকারী ভাবে মদনগঞ্জে কাউকে বালু উত্তোলনের জন্য ইজারা দেয়নি। যারা অবৈধ ভাবে বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

প্রত্যক্ষদর্শী রুবেল, আলমগীর, রফিক জানান, কাউন্সিলর ফয়সাল মোঃ সাগরের পিএস সোহেলের নেতৃত্বে প্রতিদিন রাব্বি, প্রত্যাশা ও বাবা মায়ের দোয়া নমক ৩টি ড্রেজার দিনের পর দিন নদীর সীমানা পিলারের বাইরে সরকারী জায়গা থেকে মাটি কেটে যাচ্ছে। মাটি কাটার ফলে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ারটি ঝুঁকির মধ্যে রয়েছে। এ ব্যাপারে কাউন্সিলর সাগর জানান, নদীর যে স্থান হতে মাটি কাটা হচ্ছে তা বসুন্ধরার সম্পত্তি বসুন্ধরায় জাহাজ ভীড়ানোর পয়োজনে মাটি কাটা হচ্ছে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত