হাবিবুর রহমান বাদল : নারায়ণগঞ্জের দুই পরিবারের মধ্যে একটি মহল কোন অবস্থাতেই চায় না নারায়ণগঞ্জে উন্নয়নে তারা ঐক্যবদ্ধ হউক। আর এ কারণে শামীম ও আইভীর ঐক্যের খবরে কতিপয় বাম ঘরানার এই ঐক্যে বিনষ্ঠে তৎপর হয়ে উঠেছে এক শ্রেনীর কথিত নেতা। আর তাদের সাথে যোগ দিয়েছে বিতর্কিত এক শিল্পপতি। তাকে নারায়ণগঞ্জবাসী শিল্পহীন শিল্পপতি চিহ্নিত করে সকল অঘটন ঘটনের পটিয়সী হিসেবে আখ্যায়িত করে ইতিমধ্যে দু-মুখো সাপ হিসেবে চিহ্নিত করেছে। যদিও ভাষা সৈনিক নাগিনা জোহার মৃত্যুর পর তার তৎপরতা নারায়ণগঞ্জবাসীর মনে সন্দেহের সৃষ্টি করেছে।
কারণ,নারায়ণগঞ্জবাসী মনে করে দুই পরিবারের ঐক্য বিনষ্ঠে কথিত এই বিতর্কিত শিল্পপতির ভূমিকা সবচাইতে বেশি। ইদানিং তিনি ত্বকী মঞ্চের অঘোষিত পৃষ্ঠপোষক হিসেবে নৈপথ্যে কাজ শুরু করার পর ত্বকী মঞ্চের অধিকাংশ নেতাই বলে বেড়াচ্ছেন ত্বকী হত্যার আসামিরা গ্রেফতার না হলে শামীম ওসমান ও আইভীর মধ্যে ঐক্যৈর প্রশ্নই উঠে না। তাদের এই বক্তব্যই প্রমাণ করে দু-মুখো সাপ হিসেবে বিতর্কিত ঐ শিল্পপতি আটঘাট বেধে মাঠে নেমেছেন। যার পরিসমাপ্তি ঘটাতে তার সাথে সর্ম্পক্য ছিন্নের দাবি জানিয়েছেন ব্যবসায়ী মহল ও সুশিল সমাজের নেতৃবৃন্দ।
এদিকে নারায়ণগঞ্জবাসীর উন্নয়নে এবার নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ.কে.এম শামীম ওসমান এবং নাসিক মেয়র ডা.সেলিনা হায়াত আইভী উন্নয়নের প্রশ্নে মধ্যকার বিরোধ মিটিয়ে এক কাতারে নারায়ণগঞ্জকে উন্নয়নের নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করার সম্ভাবনা রয়েছিল।কিন্তু,কথিত বাম ঘরানার নেতাদের সাথে এক কাতারে কাধ মিলিয়ে নারায়ণগঞ্জের এক আলোচিত শিল্পহীন শিল্পপতির কুটচালের ফলে এক কাতারে উন্নয়নের ঘোষনা দিতে পারছে না মেয়র আইভী ও শামীম ওসমান। ফলে নারায়ণগঞ্জবাসী উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে বলে বিজ্ঞমহল মনে করেন। তাই কথিত ঐ শিল্পপতিকে নারায়ণগঞ্জ থেকে অবাঞ্চিত করার দাবি জানিয়েছেন নগরবাসী।
ভাষা সৈনিক ও নারায়ণগ-৫ আসনের সাংসদ এ.কে.এম সেলিম ওসমান এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ.কে.এম শামীম ওসমানের রতœাগর্ভা মা নাগিনা জোহার মৃত্যুতে নাসিক মেয়র আইভীর উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদনের পর পরই নারায়ণগঞ্জবাসীর মনে শান্তির স্বস্তি দেখা যায়। সকল ভেদাভেদ ভুলে এবার বুঝি নারায়ণগঞ্জের উন্নয়নে সাংসদদ্ধয় এবং নাসিক মেয়র একত্রিত হয়ে উন্নয়নমূলক কাজ করবে। সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছিল নাসিক মেয়র ডা.সেলিনা হায়াত আইভী। কিন্তু কথিত বাম ঘরানার কিছু পাতি নেতা এবং নারায়ণগঞ্জের কিং মেকার হিসেবে পরিচিত ভোটারবিহীন নির্বাচিত সাবেক এমপি এক শিল্পপতির কুটচালে বাধা গ্রস্থ হয়ে পড়ে উন্নয়নের চাকা। সেই শিল্পহীন শিল্পপতির কুটচালে প্রভাবিত হয়ে আবারো উন্নয়নের প্রশ্নে ধমকে দাড়ায় নাসিক মেয়র আইভী।
ঐক্যের আহ্বানে সাড়া না দিয়ে চাটুকারিদের চাটুকারিতায় কুপোকাত হয়ে উন্নয়ন বঞ্চিত নারায়ণগঞ্জবাসী। তবে নারায়ণগঞ্জবাসী উন্নয়ন কর্মকান্ড বাধা গ্রস্থ হওয়ার পিছনে আইভীকে যতটা না দায়ী করছেন তার চেয়েও বেশি দায়ী করছেন সেই বাম ঘরানার কথিত নেতা এবং শিল্পহীন শিল্পপতিকে। এদিকে উন্নয়ন বঞ্চিত নারায়ণগঞ্জবাসী মেয়র আইভীর প্রতি দাবি করে বলেন, কথিত গুটি কয়েক বাম ঘরানার নেতাদের কুটচাল এবং শিল্পহীন শিল্পপতির প্রভাবে প্রভাহিত না হয়ে মরহুম আলী আহাম্মদ চুনকার আর্দশে আর্দশিত হয়ে নারায়ণগঞ্জের স্বার্থে ঐক্যের ডাকে সাড়া দিয়ে নারায়ণগঞ্জের উন্নয়ন কাজ এগিয়ে নিয়ে যান। অন্যথায় নারায়ণগঞ্জবাসী যে আশা ভরসায় আপনাকে মেয়র হিসেবে নির্বাচিত করেছে এর প্রভাব আগামি মেয়র নির্বাচনে পড়বে বলে মনে করেন।
নারায়ণগঞ্জবাসী এটাও মনে করেন,আইভী বুদ্ধিমতী এবং বিচক্ষন একজন নেতৃত্বদানকারী নেত্রী। তিনি নারায়ণগঞ্জবাসীর উন্নয়নের স্বার্থে সাংসদদ্ধয়ের ঐক্যের ডাকে অচিরেই সাড়া দিবেন এবং চাটুকারিতাদের কুটচালে না পরে নারায়ণগঞ্জবাসীর মাঝে থেকে নারায়ণগঞ্জের উন্নয়নের পথকে সুদীর্ঘ করবে। ১২ মার্চ শনিবার একাধিক ব্যবসায়ী নেতা, আওয়ামীলীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিকদলের স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতাদের সাথে আলাপের পর সকলেই এক কথা বলেছে গত ১০ মার্চ শুক্রবার নারায়ণগঞ্জক্লাবে বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বারের দোয়া মাহফিলে সাংসদ সেলিম ওসমান, মেয়র আইভী এবং সাংসদ শামীম ওসমানের নাম উচ্চারন না করেও তাদেরকে ভাই বোন আখ্যায়িত করে অতীতের সকল মতবেদ ভুলে নারায়ণগঞ্জবাসীর স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছিলেন, দু-মুখো কিছু সাপ আমার ভাই-বোনদের বিভ্রান্ত করে নারায়ণগঞ্জের উন্নয়ন ঠেকিয়ে রাখছে। এরা সংখ্যায় হাতে গুনা পঞ্চাশ জনের বেশি হবে না।
আমার ভাই-বোন যদি নারায়ণগঞ্জকে ভালোবাসে তবে এই সব মুখোশধারীদের চিহ্নিত করে বিতারিত করে দেয়া উচিত। প্রয়োজনে ব্যবসায়ী, শ্রমিক শ্রেণী তথা সমগ্র নারায়ণগঞ্জবাসীকে নিয়ে আধুনিক নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে এই সব দু-মুখো সাপদের নারায়ণগঞ্জ থেকে বিতারিত করব। ১৩ মার্চ রবিবার নারায়ণগঞ্জের শতাধিক মানুষের সাথে আলাপকালে তারা জানান, আমাদের চাইতে শামীম ভাই আর আইভী আপা নারায়ণগঞ্জকে বেশি ভালোবাসে।
তারা অবশ্যই সাংসদ সেলিম ওসমানের আহ্বানে সাড়া দিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে এক হয়ে যাবেন। সেই লক্ষ্যই আমাদের সামনে ফুটে উঠছে। তবে, নারায়ণগঞ্জের প্রতিনিধিত্বশীল সংগঠন ও সুশিল সমাজের অনেকের মন্তব্য স্থানীয় কতিপয় পত্রিকা শামীম আইভীর বিরোধকে পুজি করে ফায়দা লুটার চেষ্টায় ব্যর্থ। গত ১ বছরে তাদের ভূমিকা কি তা তাদের পত্রিকাগুলির জনসম্মুখে প্রকাশ করলেই বাস্তব চিত্র বেরিয়ে আসবে। পাশাপাশি সকলেরই এক বক্তব্য তথাকথিত সমাজপতি নামগোত্রহীন রাজনীতিবীদ আর দুমুখো সাপদের অবশ্যই চিহ্নিত করে নারায়ণগঞ্জবাসীর কাছে তাদের মুখোশ উন্মোচন করতে হবে। ব্যবসায়ী নেতা হিসেবে সাংসদ সেলিম ওসমান এই দায়িত্ব পালন করবেন এই প্রত্যাশাই নারায়ণগঞ্জবাসীর।