সরকারি তোলারাম কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিদায়ী সংবর্ধনা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুবেল খান ) : নারায়ণগঞ্জের ইতিহাসের অন্যতম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি তোলারাম কলেজের ব্যবস্থাপনা বিভাগের (মাষ্টার্স-২০১৬) এর বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোব রবিবার সকাল ৯ টা থেকে কলেজের অধ্যক্ষ্যের সম্মতিতে আয়োজন অনুষ্ঠানটি শুরু হয়।

উদ্ভোধনী অনুষ্ঠানের প্রথমেই কুরাআন তেলোয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় পরবর্তীতে কলেজের ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ এর আদর্শ ও উপদেশমূলক বক্তব্য রাখেন। বিদায়ী এই সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের প্রফেসর বেলা রানী সিংহ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, শাহ মো : আমিনুল ইসলাম (উপাধ্যক্ষ), জীবন কৃষন মোদক, ও কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ। অতিথিদের মধ্যে আরো ছিলেন, ব্যবস্থাপনা বিভাগের সম্মানিত শিক্ষকমন্ডলীগণ। অনুষ্ঠানে আমন্ত্রিত সকল অতিথিদের ফুল দিয়ে বরণ করেন নেন অত্র ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীগণ।

উপস্থিত শিক্ষকদের আবেগমুলক বক্তব্যে ছিলো, সকল ছাত্র ছাত্রীদের প্রতি শুভ কামনা ও তারা যেন কর্মক্ষেত্রে জীবনের প্রতিটি ধাপ সফলতার সাথে উর্ত্তীণ হয়ে সাফল্যের চূড়ায় পৌছাতে পারে।

জমকালো এই আয়োজনে শিক্ষার্থীদের পরনে ছিলো কলেজের লগোসহ টি-শার্ট। দুপুরের খাবার শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রেষ্ট প্রদান। সাংস্কৃতিক অনুষ্ঠানে আনন্দ-উল্লাসের মেতে উঠেছিলো পুরো কলেজের সকল শিক্ষার্থীগণ।

add-content

আরও খবর

পঠিত