নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে দুই দিনব্যাপি আন্ত:বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটেছে। ১২ অক্টোবর শুক্রবার থেকে শুরু হওয়া এ প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে ১৩ অক্টোবর শনিবার বিকালে পুরষ্কার বিতরণ করা হয়। গ্রিণ ইউনিভার্সিটি ও ইউএস বাংলা এয়ারলাইনসের উদ্যোগে কাঞ্চন পৌরসভার গ্রিন ইউনিভার্সিটির মিলনায়তনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা মতিউর হানিফ জানান, সারাদেশের ৪৫টি বিশ্ববিদ্যালয়ের ১১৬টি গ্রুপের অংশগ্রহণে দুই দিনব্যাপি আন্ত:বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কনটেষ্ট অনুষ্ঠিত হয়। শুক্রবার উদ্ধোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটি শনিবার বিকালে পুরষ্কার অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।
সিএসই চেয়ারম্যান ডা. মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউজিসির সদস্য অধ্যাপক ড. এম. ইউসুফ আলী মোল্লা। বক্তব্য রাখেন কথা সাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. কায়কোবাদ, অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, এসিএম আইসিপিসির সহযোগী পরিচালক অধ্যাপক ড. আব্দুল এল হক, গ্রিনের উপ-উপাচার্য অধ্যাপক ড. ফৈয়াজ খান প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ জ্যামিতিক হারে প্রযুক্তির ব্যবহার বাড়ছে। সে হিসেবে এ ধরণের প্রোগ্রামিং কনটেষ্ট সময়ের দাবি। তারা বলেন, প্রতিযোগীতা করলেই বুদ্ধিমত্তার দিকটি ফুটে উঠে। তখন বোঝা যায়, প্রযুক্তিতে কে বা কারা কতটুকু এগিয়ে কিংবা পিছিয়ে।
বক্তারা আরো বলেন, বর্তমান যুগে ছেলে-মেয়েরা বই পড়া ভুলে গেছে। এখন তারা ফেইসবুক নিয়ে মগ্ন থাকে। এটা থেকে বেরিয়ে আসতে হবে। প্রতিযোগীতায় বিজয়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌরভ সেন তন্ময়, সাফায়েতউল্লা ও জোবায়ের রহমান। দ্বিতীয় হয়েছেন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন ইনফরমেটিকস বিশ্ববিদ্যালয়ের তাসমিম রেজা, রুহান হাবীব ও রেজওয়ান আরেফিন। তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের প্রিতম কুন্ড, মোহাম্মদ সোলায়মান ও জাওয়াদ আবদুল্লা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়।