স্বামীকে ঘর ছাড়া কর‌লো স্ত্রী !

নারায়ণগঞ্জ বার্তা  ( নগর প্রতিনিধি ) : বাড়ি দখল করার জন্য স্ত্রী, শ্যালক ও পালিত কন্যা বাড়ি হতে বের করে দেয়ায় সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বাড়ির মালিক মো: আনছার আলী।

গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগে শহরের আল্লামা ইকবাল রোডের মৃত আব্দুল হামিদ সরদারের পুত্র মো: আনছার আলী উল্লেখ করেন, বিবাদী মৃত ইউছুব আলীর কন্যা জয়নাব আক্তার (৫৫),তার কন্যা রিমা আন্জুম আরা,জয়নাব আক্তারের ভাই মোখলেছুর রহমান সেলিম গত ১১/১০/২০১৮ তারিখ সকাল ১১ টার সময় আমার বাসার তালা ভেংগে বাসায় প্রবেশ করে আসবাবপত্র বাহিরে ফেলে দেয়।এ সময় বাদী বাসার বাইরে ছিল।বাসায় ফিরে এসে দেখেন আসবাবপত্র বাহিরে ফেলে রাখা হয়েছে।যার ক্ষতি ৫০ হাজার টাকা।

বিবাদীরা প্রানে মেরে ফেলার হুমকি দিচ্ছে। নারায়ণগঞ্জ কোর্টে একটি মামলা বিচারাধীন আছে।যার নম্বর-২৮/১৮।আনছার আলী বিবাদীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেন যার নম্বর-৭৪ তারিখ -০২/০৭/২০১৮ ইং।

আনছার আলী জানান, ১৯৮৫ সালে আমেরিকায় চলে যান। সন্তানাদী না হওয়ায় রিমা আন্জুম আরাকে পালক আনেন।আমার জমি ও কষ্টের টাকায় বাড়ি নির্মান করা হয়। অথচ আমার বাড়ি দখল নিতে আমাকে বাড়ি ছাড়া করতে নানান ধরনের অপচেষ্টা চালাচ্ছে।জীবনের শেষ বয়সে এসে এমন দু:খ পাব কল্পনা করিনি।এ ব্যাপারে তিনি পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।

add-content

আরও খবর

পঠিত