নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদ দাতা) : ডেজলিং ডাইং এর বিষাক্ত বর্জ্যে পুকুরের মাছ মরে ১২ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে অভিযোগ উঠেছে। সিদ্ধিরগঞ্জ থানাধীন হাজীগঞ্জ এ.সি.আই রোড সংলগ্ন সিটি কর্পোরেশন এর ২একর জায়গায় লীজ নেয়া একটি পুকুরে মাছ চাষ করেন সালাউদ্দিন নামে এক ব্যবসায়ী।
দীর্ঘদিন যাবৎ মাছের চাষ করে সুখে শান্তিতে পরিবার পরিজন নিয়ে জীবনযাপন করছিলেন। এ সুখে কাল হয়ে দাড়ায় ডেজলিং ডাইং। ডাইং এর বিষাক্ত রাসায়নিক পানির কারনে এ পর্যন্ত পুকুরের প্রায় ১২লক্ষ টাকার মাছের মৃত্যু ঘটেছে বলে অভিযোগ ভুক্তভোগী সালাউদ্দিনের।
ঘটনার বিবরনে সালাউদ্দীন বলেন, এ বছরের মার্চ মাসে আবাসিক এলাকায় পরিবেশ অধীদপ্তরের কোন নিয়মনীতি না মেনে ডেজলিং ডাইং এর পরিচালক বিজয় ভৌমিক (অপু বাবু) তার ডাইং এর রাসায়নিক পানি সরাসরি বাহিরে ফেলে থাকে। তার এ পানি ড্রেনে ফেলার কারনে পানি তার পুকুরে প্রবেশ করায় এ পর্যন্ত ৩বার মাছের মৃত্যু হয়।
প্রতিবার পুকুরে ৪লক্ষ টাকার পোনামাছ ছাড়া হয়। এর খাবার ও পরিচর্চা বাবদ আরো দুই লক্ষ টাকা ব্যয় হয়ে থাকে মাছগুলো খাবার উপযোগী করে বাজারে বিক্রি করা পর্যন্ত। মোট ৬লক্ষ টাকা ব্যয় করে সে ৩মাস পর পর বাজারে বিক্রি করে ব্যয় খরচ বাদে এক লক্ষ টাকা আয় করে থাকে। সর্বমোট সালাউদ্দিন এর হিসাব মতে এ পর্যন্ত তিনবারে তার ১২লক্ষটাকার মাছের ক্ষতি হয়েছে এবং ৩লক্ষ টাকা আয় থেকে বঞ্চিত হয়েছে বলে তিনি জানান।।
তিনি এর আগে প্রতিকারের আশায় পরিবেশ অধিদপ্তর, জেলা মৎস কর্মকর্তা ও সিটি কর্পোরেশন এর বরাবরে লিখিত অভিযোগ করেও সে এখনো কোন প্রতিকার পাননি বলে জানান। বিপরীতে পূর্বের ন্যায় আবারো গত রবিবার পুকুরে মাছের মৃত্যু ঘটলে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন সালাউদ্দিন। অভিযোগের তদন্ত অফিসার এস আই জসিম ঘটনাস্থল পরিদর্শন করে যান।
ক্ষতিগ্রস্ত সালাউদ্দিন ন্যায় বিচারের আশায় জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, পৌর মেয়র, মৎস কর্মকর্তা, পরিবেশ অধীদপ্তর, স্থানীয় প্রতিনিধী সহ সংশ্লষ্ট সকল কর্মকর্তার সার্বিক সহযোগিতা কামনা করছেন।