নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাই বলেছেন, নারায়ণগঞ্জে আর লাঙ্গল দেখতে চাই না এবার জেলার ৫টি আসনেই নৌকার প্রার্থী চাই।
তিনি আরও বলেন, এই নারায়ণগঞ্জেই নৌকার প্রতিষ্ঠা অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছিল। আর এখানে আমরা লাঙ্গলকে মেনে নেব না। আশা রাখছি এবার জননেত্রী শেখ হাসিনা আমাদের অনুরোধ রাখবেন। আমরা ঘরে ঘরে নৌকার জন্য কাজ করে যাচ্ছি এবং উন্নয়নমূলক কাজের প্রচারণা চালাচ্ছি। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমরা নৌকা চাই। আমরা জনগণের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নৌকাকে বিজয়ী করতে চাই কোন ম্যাকানিজম করে নয়।
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আব্দুস সাত্তার ভূঁইয়া (বাদশা সাহেব) নামে নয় সত্যিকার অর্থেই তিনি বাদশাহ ছিলেন, বাদশাহের মত তার হৃদয় ছিল। তিনি সর্বদা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেছেন এবং আজকের এই দিনে আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি ও মদনপুরের কৃতি সন্তান আব্দুস সাত্তার ভূঁইয়া (বাদশা সাহেব) এর ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আব্দুস সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ৬ অক্টোবর শনিবার বিকাল ৪টায় বন্দরের মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আব্দুল হাই উপরোক্ত কথাগুলো বলেন।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়া বলেন, সাত্তার ভূঁইয়া স্বাধীনতার আগে গ্রামে গ্রামে গিয়ে মানুষকে ও আদমজী পাট কলের শ্রমিকদের সংগঠিত করেছেন। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করেছেন। আজ তার আত্মার মাগফিরাত কামনা করছি যাতে আল্লাহ তায়ালা তাকে জান্নাত বাসী করেন। আমি বর্তমানে বন্দরের বিভিন্ন প্রান্তে শেখ হাসিনার নির্দেশিত পথে ৫৩টি উঠান বৈঠক ও গণসংযোগ চালিয়ে যাচ্ছি। সামনেও কয়েকটি উঠান বৈঠক ও গণসংযোগ রয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের প্রচারণা ঘরে ঘরে চালিয়ে যাচ্ছি। আমি অত্র আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশি তাই নেত্রীকে অনুরোধ জানাব অত্র আসনে এবার নৌকার মনোনয়ন দিন বিনিময়ে আমরা আপনাকে বিজয় উপহার দিব।
স্মরণ সভা ও দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গির হোসেন, সদস্য শামসুজ্জামান ভাসানী, বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ রউফ, প্রচার সম্পাদক হাবিবুর রহমান মিয়া, মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শুক্কুর আলী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক আলী ভান্ডারী, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক সুরুজ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক গহন আলী দেওয়ান, সদস্য পিয়ার আলী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসলিম প্রধান, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন, মুছাপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল হক মাস্টার, বন্দর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস আই জুয়েল, বন্দর থানা কৃষক লীগের সেক্রেটারী হাজী কাশেম, মদনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমান উল্লাহ, সাধারণ সম্পাদক জাবেদ ভূঁইয়া, বন্দর ইউনিয়ন যুবলীগ সভাপতি আলী হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোক্তার হোসেন, মদনপুর ইউনিয়ন যুবলীগ নেতা জসীম উদ্দিন, সারোয়ার হোসেন কিরন, মদনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল ভূঁইয়া, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ২১নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মায়ানুর আহম্মেদ মায়া ও সদস্য মাহমুদা আক্তার পান্না, বন্দর থানা যুব মহিলা লীগ নেত্রী মাফিয়া আক্তার তানিয়া, যুবলীগ নেতা আল আমিন, সুমন, ওমর ফারুক, বন্দর থানা তাঁতী লীগ সেক্রেটারী আমজাদ, মুছাপুর ইউনিয়ন তাঁতী লীগের সেক্রেটারী দেলোয়ার, স্বেচ্ছাসেবক লীগ নেতা আলিম, ২৭নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি এবাদুল্লাহ সহ বন্দর থানা আওয়ামী লীগ নেতৃবৃন্দের পাশপাশি বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং বন্দরের ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।