সাকিবের হাতের আঙুল আর স্বাভাবিক অবস্থায় ফিরবে না

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্ট অধিনায়ক সাকিব আল হাসান আর কখনোই স্বাভাবিক অবস্থায় ফিরবে না  তার  আঙুল। ক্রিকেট খেলার জন্য উপযোগি করতেই চলছে চিকিৎসা। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে নিজেই এমনটা জানিয়েছেন সাকিব। তবে সুস্থ হয়ে জানুয়ারিতে বিপিএল দিয়ে ক্রিকেটে ফেরার আশা তার।

জানান, দীর্ঘদিন ক্রিকেট খেলতে না পারাটা হতাশার। তবে তিনি সহ আরো কয়েকজন না খেললেও প্রভাব পড়বেনা বাংলাদেশ ক্রিকেট  দলে।

এ পথ দিয়ে কতবারইতো গেছেন। কখনো ক্রিকেট খেলতে কখনো ব্যক্তিগত কাজে। একরাশ হতাশা নিয়ে এশিয়া কাপের মাঝেই ফিরেছেন এ পথ দিয়েই। এবার যাচ্ছেন অস্ট্রেলিয়া। মাথায় বিশাল শঙ্কা নিয়ে। হাতের আঙ্গুলটা বেশ ভোগাচ্ছে। আপাতত চিকিৎসক কে দেখিয়ে পাঁচ দিন পর ফিরে আসবেন। ইনফেকশন শূন্যতে নেমে আসলেই হবে অস্ত্রোপচার। তখন আবারও উড়াল দিতে হবে। যাওয়ার আগে দিয়ে গেছেন বিষাদ মাখা এক সংবাদ।

বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্ট অধিনায়ক সাকিব আল হাসান গন্যমাধ্যমকে বলেন, ইনফেকশনটা আমার সবচেয়ে বড় টেনশনের জায়গা। ঐ টা যতক্ষণ পর্যন্ত জিরো পার্সেন্টে আসবে না, ততক্ষণ পর্যন্ত কোন সার্জেন্ট অপারেশনে হাত দিবে না। ঐ টা হাত দিলে বোনে চলে যাবে, আর বোনে চলে গেলে পুরো হাত নষ্ট। তবে, এখন মিন পয়েন্টটা হচ্ছে কী ভাবে ইনফেকশনটা কমানো যায়। এ আঙ্গুলটা আর কখনো শতভাগ ঠিক হবে না। যেহেতু নরম হান্ডি, সেকারণে জোড়া লাগার সম্ভাবনা নেই।

সাকিব বরাবরই অন্য রকম। যেনো কিছুই হয়নি। বললেন, সবকিছু হবে ঠিকঠাক। সুস্থ হতে লাগতে পারে তিন মাস। এক সপ্তাহ অবশ্যই শেষ হয়েছে ইতোমধ্যে। এ বছর আর মাঠে নামা হচ্ছে না। তবে জানুয়ারিতে বিপিএল দিয়েই ২২ গজে ফিরতে আত্মবিশ্বাসী বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিব আরো বলেন, ইনফেকশনা দূর করতে হবে। ঐ টা চলে গেলে আসলে বুঝা যাবে কত সময় লাগবে। আর আসল সার্জারি করা গেলে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে। এ বছরটা আর খেলতে পারবেন। এর প্রভাবটা তো বিশাল। কিন্তু সাকিব সেটা মানতে নারাজ। বললেন, শুধু সাকিব-তামিম কেনে ? আরো কয়েকজন না খেললেও কোনো সমস্যা হবেনা। জুনিয়রদের উপর শতভাগ আস্থা রাখছেন তিনি।

সাকিব আরো বলেন, আসলে আমাদের লাইফটা প্রতিদিন মাঠে যাওয়া প্র্যাকটিস করা বা কিছু না কিছু করা। সেখানে সারাদিন ঘরে বসা থাকাটা বিরক্তিকর। আমরা ভাবি, আমাদের ছাড়া টিম চলবে না। এই যে একটা সুযোগ আসল, তারা কিন্তু ঠিকই ব্যাক করেছে। আমাদের আরো কিছু প্লেয়ার সামনের কয়েকটা সিরিজে না থাকলেও কোন সমস্যা হবে না।

add-content

আরও খবর

পঠিত