সড়ক পরিবহন আইন কতিপয় ধারা বাতিলে ডিসির নিকট স্মারকলিপি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এর নেতৃবৃন্দ সড়ক পরিবহন আইন ২০১৮ এর কতিপয় ধারা সমূহের বাতিল প্রসঙ্গে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারক লিপি প্রদান করেছেন। বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিকেল ৪ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দ স্মারক লিপিটি প্রদান করেন।

সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এর স্বাক্ষরিত স্মারক লিপিতে উল্লেখ করা হয়, সড়কে শৃঙ্খলা, যাত্রী ও পরিবহন শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে যুগোপযোগী আইনের দাবী আমাদের দীর্ঘদিনের। শ্রমিক ও জনগণের আকাঙ্খা ও পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা করে আইন প্রনয়ণ হবে আমরা আশা করে ছিলাম। এ লক্ষ্যে ২০১৮ সালের ১৯ সেপ্টম্বর  জাতীয় সংসদে সড়ক পরিবহন আইন ২০১৮ পাস করা হয়েছে। এ আইন পাস করার জন্য আমরা অভিনন্দন জানাই।

কিন্তু গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, এ আইনে এমন কিছু বিয়ষ ধারা যুক্ত করা হয়েছে যা পরিবহন শ্রমিকদের জীবন ও জীবীকাকে জটিল করে তুলবে। সড়ক পরিবহন একটি দেশের রক্ত প্রবাহের মত। দেশের রক্ত প্রবাহকে সচল রাখার জন্য ৭০ লক্ষ্য শ্রমিক দিনরাত কাজ করে যাচ্ছে। কিন্তু পরিবহন শ্রমিকদের অবদানকে স্বীকৃতি না দিয়ে তাদেরকে অপরাধী ও প্রতিপক্ষ ভেবে আইন প্রনয়ণ করা হয়েছে। আমরা এ মানসিকতা ও আইনের সংশোধন প্রত্যাশা করি।

এসময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, সহ-সভাপতি খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন টিয়া, সহ-সম্পাদক ফিরোজ আলম বকুল, মো. ইউনুস, দপ্তর সম্পাদক এনায়েত হোসেন, সাজ্জাদ হোসেন, আওলাদ হোসেন, সেন্টু, সোহাগ, ইব্রাহিম, মোক্তার খন্দকার প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত