নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো শহরের মর্গ্যান স্কুল এন্ড কলেজের প্রাথমিক ও মাধ্যমিক শাখার গভর্নিং বডি নির্বাচন। ৫ অক্টোবর শুক্রবার স্কুলের ভেতর ভোট গ্রহণ চলে সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। স্কুলের গভর্নিং বডির মাধ্যমিক ও প্রাথমিক শাখার অভিভাবক পদের তিনটি আসনের বিপরীতে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। প্রাথমিক শাখার একটি অভিভাবক সদস্য পদের বিপরীতে ২জন এবং মাধ্যমিক শাখার দুইটি অভিভাবক সদস্য পদের বিপরীতে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন।
প্রাথমিক শাখার অভিভাবক সদস্য পদে লড়েছেন মোশারফ হোসেন জনি এবং মাসুদুর রহমান মাসুদ। প্রাথমিক শাখার ৩৩১ টি ভোটের মধ্যে ভোট সংগ্রহ হয় ২৬২টি। যার মধ্যে মোশারফ হোসেন জনি ১৭৪ টি ভোট পেয়ে বিজয়ী হন। এই পদে লড়াই করা আরেক প্রতিদ্বন্দী মাসুদুর রহমান মাসুদ ভোট পান ৮৮টি। মাধ্যমিক শাখার অভিভাবক সদস্য পদে লড়েছেন জাকির হোসেন রতন, মো: বরাত হোসেন সুমন এবং সুনয়ন মাহমুদ সুপন। মাধ্যমিক শাখার ২৫১৩ টি ভোটের মধ্যে ভোট সংগ্রহ হয় ১৩৩৪ টি। যার মধ্যে ৬টি ভোট বাতিল এবং ১১৭৯ জন ভোটার অনুপস্থিত ছিলেন। ১৩৩৪ টি ভোটের মধ্যে সুনয়ন মাহমুদ সুপন ৮৮৯টি এবং মো: বরাত হোসেন সুমন ৭৫৫টি ভোট পেয়ে বিজয়ী হন। এই পদে লড়াই করা আরেক প্রতিদ্বন্দী জাকির হোসেন রতন ভোট পান ৫৭১টি।সন্ধা ৭টায় আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন মর্গ্যান স্কুল এন্ড কলেজের প্রাথমিক ও মাধ্যমিক শাখার গভর্নিং বডি নির্বাচনের নির্বাচন কমিশনার মো: মমিন মিয়া।
ফলাফল শেষে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি এবং মর্গ্যান স্কুল এন্ড কলেজের প্রাথমিক ও মাধ্যমিক শাখার গভর্নিং বডি সভাপতি আনোয়ার হোসেন বলেন, ধন্যবাদ জানাই সেইসব ভোটারদের যারা কষ্ট করে এসে ভোট কেন্দ্রে এসে ভোট দিয়েছেন। ধন্যবাদ জানাই নির্বাচন কমিশন ও প্রশাসনের ভাই-বোনদের। যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পেয়েছি। আগামী দিনে যাতে তারা তাদের দায়িত্ব ভালো ভাবে পালন করতে পারে সেই আশাবাদ আমি ব্যক্ত করছি।