নারায়ণগঞ্জে উন্নয়ন মেলার উদ্বোধন করলেন সাংসদ শামীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জে ৪র্থ বারের মত উদ্বোধন করা হয়েছে উন্নয়ন মেলার। ৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় ইসদাইর শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাব্বি মিয়া।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ সামছুর রহমান, জেলা পুলিশ সুপার আনিসুর রহমান (বিপিএম, পিপিএম), র‌্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল রাসেল আহমেদ কবির, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ও নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ হায়দার খান কাজল সহ সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণ।

উদ্বোধন শেষে জেলা প্রশাসকসহ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ সামছুর রহমান মেলার স্টল পরিদর্শন করেন। সরকারি সকল সংস্থা ও বিভাগ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা তাদের উন্নয়নমূলক কার্যক্রম প্রদর্শন করেন।

add-content

আরও খবর

পঠিত