শুক্রবার অস্ট্রেলিয়া যাচ্ছেন সাকিব

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : বাংলাদেশ দলের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান আঙুলের ইনজুরি নিয়েই এশিয়া কাপ খেলেন তারপর টুর্নামেন্টের সুপার ফোরে শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ করেই ফুলে যায় তার আঙ্গুল। মাঝ পথেই শ্রেষ্ট্রত্বের লড়াই থেকে ফিরতে হয় দেশে। সে সময়ই যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা থাকলেও ব্যাথা বেড়ে যাওয়ায় ভর্তি হন রাজধানী ঢাকার অ্যাপোলো হাসপাতালে।

৫ অক্টোবর শুক্রবার উন্নত পরামর্শের জন্য চোটগ্রস্ত হাতের অবস্থা জানাতে ও এর বর্তমান অবস্থা বুঝতে অস্ট্রেলিয়ার মেলবোর্ন যাচ্ছেন সাকিব এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা একটা রিভিউর জন্য সাকিবকে অস্ট্রেলিয়ায় পাঠাচ্ছি। শুক্রবার হয়তো সে যাবে। সেখানে যাওয়ার পর আসলে বিস্তারিত জানানো যাবে। আশা করছি, এক মাসের মতো সময় লাগবে ইনজুরি সারতে। এরপর চিকিৎসকরা যদি মনে করেন, অস্ত্রোপচারের দরকার, সে ক্ষেত্রে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নেব।

তিনি আরও বলেন, দুই-চার দিনের ব্যবধানে সাকিবের আঙুল থেকে দুইবার লিকুইড সরানো হয়েছে। শুক্রবার শেষবারের মতো করা হয়েছে। ওর অবস্থা উন্নতির দিকে। ব্যাথা অনেকটাই কমে এসেছে।

add-content

আরও খবর

পঠিত