সরকারের নৈতিকতা বলে কিছু বাকী নেই : খোরশেদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বন্দর থানা ইউনিটের যুগ্ম সম্পাদক কাজী সোহাগকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে ২টি মিথ্যা মামলায় অর্ন্তভূক্ত করে রিমান্ড চাওয়ার তীব্র নিন্দা, প্রতিবাদ ও অবিলম্বে মুক্তি দাবী করেছেন।

৩ অক্টোবর এক প্রতিবাদ বার্তায় মহানগর যুবদল আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, সরকার বিএনপির জনজোয়ার দেখে ভীত হয়ে সারা দেশে ভৌতিক মামলা দিয়ে আমাদের প্রতি মাত্রাতিরিক্ত জুলুম অত্যাচার শুরু করেছে। এত বানোয়াট মামলা দায়ের এবং সকল থানার মামলার একই এজারহার প্রমান করে সরকারের নৈতিকতার কিছু বাকী নাই। সরকার মামলা দিয়ে নেতাকর্মীদের দূরে সড়িয়ে নির্বাচনী মাঠে একাই গোল দিতে চায়।

খোরশেদ অবিলম্বে ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনি, যুবদল নেতা শাহীন আহম্মেদ সহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তি ও সকল ভৌতিক মামলা প্রত্যাহারের দাবী জানান।

কারাবন্দী নেতাকর্মীদের আরো মুক্তি দাবী করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মমতাজউদ্দিন মন্তু, আনোয়ার হোসেন আনু, মাসুদ রানা, সরকার আলম, আক্তার হোসেন খোকন শাহ, জুয়েল প্রধান, জুয়েল রানা, সাগর প্রধান, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, বন্দর উপজেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম, নজরুল ইসলাম  প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত