নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন ডিআইটি মাঠে ভারতীয় তৈরি ফেন্সিডিল, মাাদক বিক্রির নগদ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল সেটসহ মো: সাব্বির আহমেদ ওরফে হৃদয় ও মো : হাবিব নামে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।
গোপন ভিত্তিতে ২রা অক্টোবর মঙ্গলবার বিকাল ৪ টায় র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন ডিআইটি মাঠে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে আসামী ১। মো: সাব্বির আহমেদ ওরফে হৃদয় (২৬), পিতা-মো : শওকত আলী, মাতা-মৃত রওশন আরা বেগম, সাং-১৮/বি, লালপুর থানা-ফতুল্লা মডেল, জেলা-নারায়ণগঞ্জ, ২। মো: হাবিব (৩০), পিতা-মো: আবুল হাশেম, মাতা-মমতাজ বেগম, সাং-দক্ষিণ সতানন্দী, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, এ/পি-লালপুর, মিঠুর বাড়ীর ভাড়াটিয়া। মাদক উদ্ধার অভিযানকালে গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ১৯ (উনিশ) বোতল ভারতীয় তৈরি ফেন্সিডিল, যাহার মূল্য অনুমান ৩৮,০০০/-টাকা, মাাদক বিক্রির নগদ ১৬০/-টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল সেটসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ এর এএসপি মো: বাবুল আখতার গনমাধ্যমকে এক বিবৃতে জানান, গ্রেফতারকৃত আসামী এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিক্রয় করিয়া আসিতেছিল। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।