রূপগঞ্জে দুই শতাধিক গ্রাজুয়েটকে প্রশিক্ষন প্রদান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ থেকে রোবেল মাহমুদ ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশনের (আরজিএ) উদ্যোগে গ্রাজুয়েটরা কি ভাবে ভালো চাকরী পাবে এ বিষয়ে দুই শতাধিক গ্রাজুয়েটকে প্রশিক্ষন প্রদান করা হয়েছে।

২৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশনের সভাপতি ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজে এ প্রশিক্ষন প্রদান করা হয়। গত ৩১ আগষ্ট রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশনের জব ফেয়ারে কয়েকটি কোম্পানী ২৫ জনকে চাকরী প্রদান করেন। প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গবেষক, কলামিষ্ট, লেখক ও রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফকির ফ্যাশনের ব্যবস্থাপক কায়েস কাউসার, ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল, সাইফুল ইসলাম মিন্টু, মকবুল হোসেন প্রমূখ। এসময় গ্রাজুয়েটদের ভাল চাকরী পেতে হলে কিভাবে নিজেদের প্রস্তুত করতে হবে এসকল বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন মীর আব্দুল আলীম বলেন, গ্রাজুয়েটরা দেশের সম্পদ। দেশে শিক্ষিত বেকার দূর করতে এ ধরনের প্রশিক্ষন কর্মশালা প্রয়োজন।

add-content

আরও খবর

পঠিত