নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ থেকে রোবেল মাহমুদ ) : রূপগঞ্জে কাভার্ডভ্যান মটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে মটর সাইকেলের চালক মিলন মিয়া (৩০) নিহত হয়। এসময় মটর সাইকেল আরোহী আব্দুল হাই গুরুতর আহত হয়। মৃত্যুর ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা টায়ারে অগ্নিসংযোগ করে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এসময় বিক্ষুব্ধ জনতা ২০/২৫ টি গাড়ী ভাংচুর করে । ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে কর্ণগোপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন মিয়া উপজেলার মাহমুদাবাদ টঙ্গীরঘাট এলাকার আজগর ফকিরের ছেলে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সকাল ৭ টার দিকে মাহমুদাবাদ টঙ্গীরঘাট এলাকার নিজ বাড়ি থেকে বন্ধু আব্দুল হাইকে সঙ্গে নিয়ে মটরসাইকেলের তেল আনার জন্য ঢাকা-সিলেট মহাসড়কে দিয়ে রংধনু পাম্পে যান। মটর সাইকেলের তেল নিয়ে বাড়িতে ফেরার পথে দ্রুতগামী কাভার্ডভ্যান ও বেপরোয়া গতিতে আসা মটরসাইকেলটির মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মিলন মিয়া নিহত হন। মিলন মিয়ার বন্ধু আব্দুল হাই গুরুতর আহত হন। আহত আব্দুল হাইকে ইউএসবাংলা হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় জনতা কাভার্ডভ্যান ও চালক মহিউদ্দিনকে আটক করে।
এ ঘটনাকে কেন্দ্র করে নিহত মিলন মিয়ার স্বজনসহ উত্তেজিত জনতা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করে। এসময় উত্তেজেত জনতা ২০/২৫ গাড়ী ভাংচুর করে। রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সেকান্দর আলী বলেন, কাভার্ডভ্যানসহ চালককে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশকে বুঝিয়ে দেয়া হয়েছে।