নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় এন্ড কলেজের নবীরবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) এ.কে.এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে এ আয়োজন করা হয়। এসময় এক শিক্ষার্থী কলেজের নবনির্মিত ৭ তলা ভবনটিকে শেখ কামাল এর নামকরণ করা হয় এই দাবি তোলেন। এ বিষয়ে সেলিম ওসমান বলেন, ভবনের নামকরণের কথা যে বলা হয়েছে তার জন্য আমি অত্যন্ত খুশি। আমি সরকারি অনুমোদন নিয়ে ওই নামকেই ওই ভবনের উদ্বোধনের দিন ঘোষণা দেবো।
নারায়ণগঞ্জ কলেজের নবনির্মিত বহুতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন প্রসঙ্গে এমপি সেলিম ওসমান বলেন, নবীনবরণের থেকে বৃহৎ পরিসরে নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান করা হবে। সে দিনের আনন্দ উৎসবে থাকবে বাদ্য, বাজনা, রঙ খেলা, গান বাজনার পাশাপাশি হাতি ও ঘোড়ার প্রদর্শনের মধ্য দিয়ে বাংলার ঐহিত্যকে ফুটিয়ে তোলা হবে বলেও জানিয়েছেন তিনি।
এসময় শিক্ষার্থীদের কাছে নিজের জন্য দোয়া চেয়ে বলেন, আমি কিছুদিন আগে আমার চোখটার অপারেশন করিয়েছিলাম। আজকে আমার দুবাইয়ে চলে যাবার কথা ছিল। কয়েকদিন যাবত চোখটায় আমি খুব কষ্ট পাচ্ছি। আমি আছি তোমাদের অনুষ্ঠানটার জন্য। তোমাদের অনুষ্ঠানটা শেষ করেই আমি রওয়ানা দেবো। রাতের ফ্লাইটেই আমাকে দেশের বাইরে চলে যেতে হবে। দোয়া করবে আমি যেন সুস্থ হয়ে তোমাদের মাঝে ফিরে আসতে পারি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, অনেকে এখানে ভর্তি হয়েছো যাদের এখানে ভর্তি হবার যোগ্যতা ছিল না। আমি শিক্ষকদের সাথে বসেছি, তাদেরকে বলেছি, এই শিক্ষার্থীদের জন্য আলাদা কোচিংয়ের ব্যবস্থা করতে হবে। এবং ভালো রেজাল্ট আনতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মিসেস নাসরিন ওসমান বলেন, তোমরা কেউ অহংকার করবে না। তোমরা ভাল করে লেখাপড়া করবে। বড়দের সম্মান করবে। তোমরা কেউ কখন আমি এ প্লাস পেয়েছি এটা ভেবে অহংকার করবে না। তোমরা মন দিয়ে লেখাপড়া করবে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে অনেক উচ্চ পর্যায় পৌছাবে সকলের প্রতি এই দোয়া রইলো।
নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের, মহানগর জাতীয় পার্টির আহবায়ক আকরাম আলী শাহীন, কলেজ পরিচালনা কমিটির সদস্য ফারুক বিন ইউসুফ পাপ্পু, মোস্তফা কামাল, সাবেক অধ্যক্ষ কাজী চাঁদ সুলতানা সহ নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।