★ সময় ★ ( কবিতা )

সময় ( কবিতা )

মো: সুমন হোসেন

নারায়ণগঞ্জ বার্তা                              দিনের ব্যস্ততায় দেখি  অনেক কিছু,

মৃত আমি ব্যস্ত কোলাহলে,

অদ্ভুত লাগে সবকিছু,

দিন শেষে ঘরে ফেরা শূন্য হাতে,

রাত জাগা প্রহরী আমি এই সময়ে,

মৃত আত্মা খোঁজে আমাকে,

ডাকে তার পানে।

হারিয়ে যাই যেন

আমি সময়ের কালো আঁধারে আলো হীনা

অন্ধকার কাটাবো কেমনে ?

রাতের আকাশে দেখি সাদা মেঘের ভেলা,

ভেসে যায় আপন মনে কখনো আবার একটু থেমে,

আমায় যেন দেখে,

এক পচলা বৃষ্টি হয়ে ঝরে আমার শরীরে,

কখনো আবার কালো মেঘের আড়ালে

চাঁদ হেঁসে উঠে নির্বাক মানব

আমি উপভোগ করি তা একা নির্জনে।

একটি রাতের কত রূপ,

কত যে বৈচিত্র বোঝা বড় দায় রাতের গভীর আঁধারে

তার সৌন্দর্য খুঁজে বেরায়।

add-content

আরও খবর

পঠিত