★ শরৎকাল ★ ( কবিতা )
সাজ্জাদ সিয়াম
নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নদীর বুকে চর জেগেছে
তার বুকে কাশফুল,
মল্লা মাঝি হল্লা করে
ঢেউ খেলে দুই কূল।
শিউলি ফুল আর জুঁই,
কামিনীর গন্ধে আকুল মন,
দোয়েল-কোয়েল,
ময়না পাখির কণ্ঠে মুখর বন।
দূর্বাঘাসে জমলো শিশির–
ঝলমলে ঐ রোদ,
ফুরফুরে আর কোমল হাওয়ায়
অন্যরকম বোধ !
শুভ্র মেঘের লুকোচুরির
মূর্ত পরিবেশ,
কালের স্রোতে দিন গেলে যাক
থাকবে তবু রেশ !