নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন তাই আমাদের আর বসে থাকলে চলবেনা। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ-৫ আসনে নৌকা মার্কায় যাকে মনোনয়ন দিবেন আমরা তার পক্ষেই কাজ করবো। বাংলাদেশের হিন্দু সমাজে কোন বিভক্তি নেই। হয়তো ব্যক্তিগত দ্বন্ধ থাকতে পারে কিন্তু সমষ্টিগতভাবে আমরা সবাই একই পরিবারের। এই আসনের বর্তমান সাংসদ সেলিম ওসমানকে ধন্যবাদ দিতে হয় কারন তিনি লাঙ্গলবন্দ স্নান উৎসবকে সাফল্যমন্ডিত করার জন্য অনেক শ্রম দিয়েছেন। লাঙ্গলবন্দের উন্নয়নের জন্য ১২শ কোটি টাকার বরাদ্ধ আনা হয়েছে এর মধ্যে সাড়ে ৪’শ কোটি টাকা আমরা পেয়েছি বাকী টাকাও আনতে হবে। শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় গলাচিপা শ্রী শ্রী রাম কানাই জিউর আখড়া মন্দিরে মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ শ্মশান ঘাটের জায়গা উদ্ধারের জন্য সাংসদ সেলিম ওসমান আমাকে দ্বায়িত্ব দিয়েছেন। যতদ্রুত সম্ভব এব্যাপারে কাজ শুরু করবো। লাঙ্গলবন্দ স্নান উৎসবকে সাফল্য মন্ডিত করতে আহ্বায়ক কমিটি দীর্ঘদিন কাজ করেছে। কেন্দ্রীয় কমিটির সাথে দীর্ঘদিন আলোচনা শেষে আজকে নতুন কমিটি ঘোষনা করা হবে। এসময় সকলের সিদ্ধান্ত অনুযায়ী ৩ বছর মেয়াদি কমিটির জন্য এড. খোকন সাহা নতুন কমিটির সভাপতি হিসেবে সরোজ কুমার সাহা ও সাধারণ সম্পাদক হিসেবে সুজিত সাহার নাম ঘোষনা করেন। অন্যান্য পদের ব্যাপারে কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনা করে নাম ঘোষনার সিদ্ধান্ত নেওয়া হয়।
ত্রি-বার্ষিক সম্মেলনে সরোজ কুমার সাহার সভাপতিত্বে ও মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিপন সরকারের সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন, মহানগর আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এড. আনিসুর রহমান, সহ-সভাপতি মো. রবিউল হোসেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধা-খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলার সভাপতি কমান্ডার গোপীনাথ দাস, সাধারণ সম্পাদক প্রদিপ কুমার দাস, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি পরিতোষ কান্তি সাহা, জাতীয় হিন্দু সমাজ সমিতি জেলার সভাপতি অমলেষ সাহা, সহ-সভাপতি নারায়ণ গোপাল সাহা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধা-খ্রিষ্টান ঐক্য পরিষদ মহানগরের সভাপতি লিটন পাল, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজিৎ মন্ডল।
এছাড়াও উপস্থিত ছিলেন, ১৪নং ওয়ার্ড ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অরুন দাস, তপন ঘোষ, শিশির দাস সহ বিভিন্ন থানা থেকে আগত হিন্দু নেতৃবৃন্দ।