আড়াইহাজারে প্রবাসির বাড়িতে দিনে দুপুরে লুটপাট

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার সংবাদদাতা ) : আড়াইহাজারে প্রবাসির বাড়িতে দিনে-দুপুরে বাড়িঘর ভাংচুর ও নগদ টাকাসহ ২০ লক্ষ টাকার মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ২ টায় উপজেলার ব্রাম্মনদি ইউনিয়নের বড় বিনাইর চর এলাকার প্রবাসি জাহাঙ্গীর আলমের বাড়িতে ওই দুর্ধর্ষ লুটপাট ও বাড়িতে ভাঙচুরের ঘটনাটি ঘটে। ঘটনার পরপর ওসি এম এ হককে ফোন করা হলে তিনি সঙ্গে সঙ্গে এস আই কাশেমকে ঘটনাস্থল পাঠান। তিনি পরিদর্শণ করেছেন।

এ বিষয়ে প্রবাশি জাহাঙ্গীরের স্ত্রী শামীমা নাসরিন জানান, আমার স্বামী বিদেশ থেকে কয়েকদিন পূর্বে দেশে ফিরেছেন। জরুরী কাজে তিনি সকালে আড়াইহাজারে যান। এই সুযোগে এক দল সন্ত্রাসী বাড়ির দেয়াল ডেঙ্গিয়ে ঘরে প্রবেশ করে। আমাকে পিস্তল টেকিয়ে চাবি নিয়ে যায়। পরে তারা আলমারি খুলে নগদ সাড়ে ৭ লক্ষ টাকা ও ১০ ভরি স্বর্নসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়। লুট করে নিয়ে যাওয়া মালামালের আনুমানিক মূল্য হবে প্রায় ২০ লক্ষ টাকার মত।

এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শণে যাওয়া এস আই কাশেম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি। কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

add-content

আরও খবর

পঠিত