কর্মশালায় এরশাদের পাশে পারভীন ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) :  রাজধানী ঢাকা বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন সিটির এক্সপো জোনে আয়োজিত ২ দিন ব্যাপী কর্মশালার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পাশে ছিলেন পারভীন ওসমান। ১৮ সেপেটম্বর মঙ্গলবার বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথম সেশনের সমাপনী আয়োজিত কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় নির্বাচনে আধুনিক ও তথ্য প্রযুক্তিি নর্ভর প্রচারণা শুরুর আগে কর্মসূচিভিত্তিক আলোচনা ও পর্যালোচনা বিষয়ক কর্মশালায় বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করেন পার্টি চেয়ারম্যানের তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা শফিউল্লাহ আল মুনির, পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এলজিআরডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা ও প্রেসিডিয়াম সদস্য আজম খান।

অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাছের ওয়াহেদ ফারুক, বিএনএ চেয়ারম্যান সেকান্দার আলী মনি উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার, কাজী ফিরোজ রশীদ এমপি, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম চৌধুরী, মো. হাফিজ উদ্দিন, সৈয়দ আবদুল মান্নান, মাসুদ পারভেজ সোহেল রানা, সুনীল শুভ রায়, নাসরিন জাহান রতœা এমপি, এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আকতার, সোলায়মান আলম শেঠ, অ্যাডভোকেট এম রশিদ, শফিকুল ইসলাম সেন্টু, শামিম হায়দার পাটোয়ারী। তা ছাড়াও নারায়ণগঞ্জ -৩ সোনারগাঁ আসন জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী অনন্যা হোসাইন মৌসুমী আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন।

এছাড়া পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূইয়া, হাসান সিরাজ সুজা, নাজমা আক্তার, মেজর (অব.) আশরাফ উদ দৌলা, সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর এমপি, সেলিম উদ্দিন এমপি, মো. নোমান এমপি, অধ্যাপক নুরুল ইসলাম মিলন এমপি, রস্তম আলী ফরাজী এমপি, আমির হোসেন ভূইয়া এমপি, মেহজাবিন মোর্শেদ এমপি, নুরুল ইসলাম তালুকদার এমপি উপস্থিত ছিলেন।

কর্মশালায় সারা দেশ থেকে প্রায় তিন হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন। আগামীকাল ১৯ সেপ্টেম্বর বুধবার কর্মশালার সমাপনী দিনে বিকাল ৫টায় বসুন্ধরা কনভেনশন সিটির এক্সপো জোনে জাতীয় পার্টির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তথ্য প্রযুক্তি নির্ভর নির্বাচনী প্রচারণা, বর্তমান রাজনীতি এবং জাতীয় নির্বাচন বিষয়ে কথা বলবেন।

প্রসঙ্গত , গত ৮ সেপ্টেম্বর শনিবার সকালে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পার্টির তৃণমূল ও কেন্দ্রীয় নেতাদের যৌথ সভায় কুশল বিনিময়কালে নারায়ণগঞ্জ-৫ ( সদর ও বন্দর ) আসনে ৪ বার নির্বাচিত প্রয়াত সাংসদ নাসিম ওসমানের স্ত্রী পারভিন ওসমানকে মাঠে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছে জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। এছাড়াও তিনি বলেছেন বিএনপি নির্বাচনে না আসলে আমরা ৩শ আসনেই প্রার্থী দিবো। তা না হলে জোটে থেকেই কাজ করবো। তাই আসন্ন নির্বাচনে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে হবে। এ নিয়ে নারায়ণগঞ্জে কাজ করে যান। নাসিম আমার একনিষ্ঠ কর্মী ছিলো। ওর মত নেতা পাওয়া যায় না। নারায়ণগঞ্জে নাসিম ওসমান মরেনি, আমাদের মাঝে বেচেঁ আছে। আর এটাই নাসিম ওসমানের জনপ্রিয়তার প্রমান।

উল্লেখ্য, প্রয়াত সাংসদ এ কে এম নাসিম ওসমান নারায়ণগঞ্জ-৫ আসন থেকে লাঙল প্রতীকে ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। ২০১৪ সালের ৩০ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নাসিম ওসমান। পরবর্তীতে নারায়ণগঞ্জ-৫ আসনের উপ নির্বাচনে লাঙল প্রতীকে নির্বাচিত হন তাঁরই ভাই এ কে এম সেলিম ওসমান। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে লাঙল প্রতীকে মনোনয়ন প্রত্যাশী নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান।

add-content

আরও খবর

পঠিত