হত্যার পর লাশ গুম করার অপরাধে পুলিশ বাদী হয়ে মামলা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ  প্রতিনিধি ) :  রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপ-শহরের ০৯ নং সেক্টরের ১১নং ব্রীজের নীচ থেকে শুক্রবার সকালে তিন যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন। হত্যা করে গুম করার অপরাধে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সফিউদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে শনিবার দুপুরে মামলাটি দায়ের করেন।

বাদী সফিউদ্দিন মামলায় উল্লেখ করেন, রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. সফিউদ্দিন জানান, পূর্বাচল উপশহরের তিনশত ফুট সড়কের ৯ নং সেক্টরের ১১ নং ব্রীজের নীচে তিন যুবকের লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা রূপগঞ্জ থানা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌছে তিন যুবকের লাশ উদ্ধার করে। নিহত তিন যুবকের লাশের বুকের বাম পাশে, বুকের পাজরে, কনই উপরে, পিঠে ঘারের নিচে, পিঠের ডান পাশের কোমরের উপরে, বাম পায়ের রানের হাটুর উপরে, বুকের মাঝখানে, মাথার ডান পাশে, পিঠে, মাথার ডান পাশের কপালে, মাথার পেছনের মাঝ বরাবর গুলির জখম পাওয়া যায়। এক জনের প্যান্টের পকেট থেকে ৬০ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

রূপগঞ্জ থানার ওসি/তদন্ত রফিকুল ইসলাম জানান, নিহত সোহাগের বিরুদ্ধে বনানি থানায় একটি হত্যা মামলাসহ ৪টি মাদক মামলা রয়েছে। এছাড়া শিমুল আজাদ ও নুর হোসেন বাবুর বিরুদ্ধেও মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।

পরিবারের পক্ষ থেকে মামলা কেন দায়ের করা হয়নি এ বিষয়ে জানতে নিহত শিমুল আজাদের স্ত্রী আয়শা আক্তারে নিপার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যপারে কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, হত্যাকান্ডের আসল  রহস্য উদঘাটন পুলিশ কাজ করছে।

add-content

আরও খবর

পঠিত