নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা কারাগারে মোক্তার হোসেন (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষের দাবি, নিহত মোক্তার মাদকাসক্ত ছিল। বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সে কারাগারে অসুস্থতাবোধ করলে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৪ সেপ্টেম্বর) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে মারা যায়। নিহত মোক্তার হোসেন সোনারগাঁ উপজেলার কাদিরগঞ্জ এলাকার মোবারক হোসেনের ছেলে। সোনারগাঁ থানার মাদক মামলায় ৫ মে থেকে তিনি কারাগারে ছিলেন।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার সুভাস ঘোষ জানান, মোক্তার হোসেন মাদকাসক্ত হওয়ায় কারাগারের ভিতরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে তাকে চিকিৎসা দেয়া হয়। বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় অসুস্থ হয়ে পড়লে মোক্তার হোসেনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়।
স্বজনরা জানান, গত ৪মাস যাবৎ মাদক মামলায় সে গ্রেফতার হন।