সাংবাদিক লিটনের পিতা গোলাম মোস্তফার চেহেলাম অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :  জেলা সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক, জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জের প্রচার সম্পাদক, অগ্রবাণী সহ-সম্পাদক, জেলা আনন্দধামের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হোসেনের লিটনের পিতা গোলাম মোস্তফা শেখের চেহেলাম উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার (১০ সেপ্টেম্বর) গলাচিপা জামে মসজিদে বাদ আসর  উক্ত মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিকবৃন্দ সুধী সমাজের নেতৃবৃন্দ মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিল শেষে মরহুম গোলাম মোস্তফা শেখের বিদ্বেহী আতœার মাগফেরাত কামনা হয়। দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে সকালে প্রয়াত গোলাম মোস্তফা শেখের কবর জিয়ারত, দিনব্যাপী কুরআনে খতম, দুপুরে কাঙ্গালী ভোজ, বাদ আসর মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া ও মাহফিলে উপস্থিত ছিলেন, মরহুমের ছোট পুত্র শেখ আব্দুর রহমান রিপন, শেখ জান্নাতুল রাইয়ান, মো. ওমর ফারুক, মো. মালেক মোল্লা, মো. আনোয়ার হোসেন আনু, জাহাঙ্গীর ডালিম, সেলিম শেখ, মো. শাওন শেখ সহ অন্যান্যরা। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যারা শোক প্রকাশ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মরহুমের বড় ছেলে সাংবাদিক মোজাম্মেল হোসেন লিটন। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন গলাচিপা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আলহাজ্ব শাহ্ রিয়াজ উদ্দিন গনি।

add-content

আরও খবর

পঠিত