নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শ্রমিকদের নিয়মানুযায়ি পাওনা টাকার দাবিতে প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শকের বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন নিউ টেক্স এশিয়া লিমিটেড এর শ্রমিক ও গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দরা। রোববার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় শ্রমিকদের একটি দল নারায়ণগঞ্জ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক মো. ইকবাল আহম্মেদের বরাবর একটি স্মারকলিপি জমা দেন। এ সময় শ্রমিকদের অতিশীগ্র মালিক পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে আশ্বাস দেন উপ-মহাপরিদর্শক মো. ইকবাল আহম্মেদ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নিউ টেক্স এশিয়া লিমিটেডের স্বত্বাধীকারি হঠাৎ করেই রাতের অন্ধকারে সকল মালামাল সরিয়ে নিয়ে যায় এবং প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। এবং শ্রমিকদের নিয়মানুযায়ি পাওনা টাকা দিতে অস্বীকার করেন। শ্রমিকরা আন্দোলনে নামলে মালিক পক্ষ থেকে জানানো হয়, ভিন্ন স্থানে তাদের আরেকটি প্রতিষ্ঠান রয়েছে। যারা কাজ করতে ইচ্ছুক তারা সেখানে কাজ করতে পারেন। কিন্তু নতুন প্রতিষ্ঠানটি অনেকটা দূরে। যার ফলে শ্রমিকরা ওই প্রতিষ্ঠানে যোগদানে অস্বীকার করেন। শ্রমিকরা তাদের পাওনা টাকা চাইলে তাদের নানাভাবে হয়রানি করা হয়। এমন অবস্থায় শ্রমিকরা তাদের নিয়মানুযায়ি পাওনা টাকা আদায়ে করে দেবার জন্য উপ মহাপরিদর্ষকের নিকট আকুল আবেদন জানান।
স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য দুলাল সাহা, জেলা সভাপতি এমএ শাহিন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও নিউ টেক্স এশিয়া লিমিটেডের ৫জন শ্রমিকের একটি দল।