নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, আসছে জাতীয় নির্বাচনে সবকটি আসনে নৌকার প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। ব্যক্তি হিসেবে নয় বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা প্রতীককে প্রধান্য দিয়ে সকলে ভোট দেবেন। কেননা, প্রধানমন্ত্রী যাকেই মনোনয়ন দেন না কেনো তাকেই পাস করাতে হবে। আওয়ামীলীগ শাসন করতে চায় না, জনগণের সেবা করতে চায়। সেটিই ছিল বঙ্গবন্ধুর দর্শন।
শনিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় সদর উপজেলাধীন কুতুবপুর শাহী মহল্লা হালিমার চায়ের দোকান থেকে শফিক মিয়ার বাড়ি পর্যন্ত আরসিসি ঢালাই কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু মানে একটা ইতিহাস, সংগ্রাম; বঙ্গবন্ধু মানে একটা দেশ। আজ বঙ্গবন্ধুর কন্যা তার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। এই সেবা যেন অব্যাহত থাকে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মোস্তফা চৌধুরী, ইউনিয়ন পরিষদ মহিলা সদস্য অনামিকা হক, জেলা পরিষদের উপ সহকারি প্রকৌশলী ওলিউল্লাহ, শ্রমিক নেতা রুহুল আমিন প্রধান প্রমুখ।
পরে আনোয়ার হোসেন দুপুর ১২টায় সদর উপজেলার কুতুবপুর দেলপাড়া এলাকার সিরাজ সাহেবের বাড়ির থেকে ব্যাংকলনী পর্যন্ত আরসিসি ঢালাই উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য মোস্তফা চৌধুরী, জেলা পরিষদের উপ সহকারি প্রকৌশলী ওলিউল্লাহ, প্রকৌশলী সাইফুল ইসলাম বাবু, অ্যাডভোকেট আবু সাইদ, নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মাসুম আহমেদ সুমন, ইউনুস মিয়া, রেজাউল করিম রানা, চেয়ারম্যানের একান্ত সচিব কামরুল হাসান, মোজাহিদ খান প্রমুখ।