উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত লাভ করতে নৌকা প্রতিককে জয়যুক্ত করুন : লুৎফর

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : নারায়ণগঞ্জের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে নারায়ণগঞ্জ হিউম্যান রাইটস সোসাইটির আয়োজনে ৭ সেপ্টেম্বর শুক্রবার বিকালে সপ্তাহ ব্যাপী মাদক ও ইভটিজিং বিরোধী সচেনতামূলক কর্মসূচীর উদ্ধোধন করা হয়েছে।  এতে আলোচনা ও সাংস্কুতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ হিউম্যান রাইটস সোসাইটির সভাপতি কামরুজ্জামান বুলেটের সভাপতিত্বে সপ্তাহ ব্যাপী মাদক ও ইভটিজিং বিরোধী সচেনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাসিক ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর ইফতেখার আলম খোকন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রবীন সাংবাদিক ও নাসিক ১৩ নং ওয়ার্ডের আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবলীগ আইন বিষয়ক সম্পাদক এড. শরীফ হোসেন, এড. রিয়াজ তালুকদার, অপরাধ রিপোর্টের পত্রিকার সম্পাদক মাসুদুর রহমান দিপু,  নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আপ্যায়ন সম্পাদক এড.মো:সুমন মিয়া, বিশিষ্ট সমাজ সেবক গরীব রেজা খান,  বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মো: ইকবাল, আল মামুন, ডা: দেবাশীষ সাহা, সাখাওয়াত হোসেন খোকন,সিদ্ধিরগঞ্জ থানার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো: মোহাব্বত আলী তপু, রুপগঞ্জ উপজেলার ভূমি অফিসের সার্ভেয়ার মঈন উদ্দিন হোসেন নাহিদ । এ সময় আরোও উপস্থিত ছিলেন, অগ্রবানীর সাংবাদিক দ্বীন ইসলাম দিপু, বিউটি আক্তার।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য কালে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান বলেন, ১৯৭১ সালে ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ঢাকা রেসকোর্স ময়দান বর্তমানে সোহরাওয়ার্দী ময়দানে ঘোষনা দিয়েছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আামাদের মুক্তির সংগ্রাম। তার ভাষন শুনে আমরা মুক্তি বাহিনীরা মুক্তিযুদ্ধে পাকিস্থানি হানাদার শত্রুদের বিরুদ্ধে জাপিয়ে পড়ি। নয় মাস যুদ্ধ করে পাই লাল সবুজের স্বাধীনতার পতাকা। সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ উন্নয়ণশীল হিসেবে পরিচিত লাভ করেন। আওয়ামীলীগের সভানেত্রী ও বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের কাছে উন্নয়নের দেশ হিসেবে পরিচিত লাভ করেন। আসন্ন আগামী ডিসেম্বর নির্বাচনে পুনরায় নৌকা প্রতিক নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ভোট দিয়ে জয়যুক্ত করে তার হাত কে শক্তি শালি করি। এবং বাংলাদেশকে বিশ্বের কাছে উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত লাভ করতে সহযোগিতা করি।

এ সময় অনুষ্ঠানটি পরিচালনা করেন, হিউম্যান রাইটস সোসাইটি জেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল মান্নান খান বাদল।

উল্লেখ্য ,আলোচনা ও বক্তব্য ফাকে ফাকে সাংস্কুতিক অনুষ্ঠান আয়োজন করেন জয় বাংলা সাংস্কুতিক এক্যজোট। এসময় নাটক, কবিতা, ছড়া ও গানের মাধ্যমে উপস্থিত জনতাকে সচেতন করার চেষ্টা করা হয়। আর এতে অংশ গ্রহণ করেন নারায়ণগঞ্জ জয় বাংলা সাংস্কুতিক জোটের এক ঝাক শিল্পী।

add-content

আরও খবর

পঠিত