নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : রুপগঞ্জ থানায় চেয়ারপার্সনের উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার ও জেলার সভাপতি কাজী মনির সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মহানগর বিএনপি। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালাম এবং সাধারণ সম্পাদক এটিএম কামাল এ নিন্দা জ্ঞাপন করেন।
বিবৃতিতে তারা আরও বলেন, বিএনপিকে নির্বাচন থেকে ধুরে রাখতেই আওয়ামী সরকার আবারও ভুতুরে মামলার উপর নির্ভরশীল হয়ে পরেছে। যার ফলসূতিতে পুর্বের ন্যায় কোন ঘটনা ছাড়াই জন-বিচ্ছিন্ন সরকার মামলার দোহাই দিয়ে নেতাকর্মীদের হয়রানী করার বৃথা চেষ্টা করছে। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচীতে নেতাকর্মীদের উপস্থিতিই বাকশালী সরকারের টনক নড়ে গেছে। তাই গণতন্ত্র উদ্ধারে বিএনপির নেতাকর্মীরা যাতে রাজপথে নামতে না পারে সেই জন্য পুলিশকে দিয়ে মামলা দেওয়া হচ্ছে। বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়িত একটি বৃহত দল। এই দলের নেতাকর্মীরা দেশের মানুষের অধিকার আদায়ের জন্য ভূতোরে মামলার ভয়ে কখনই রাজপথ ছেড়ে যাবে না। আমরা সরকারের প্রতি আহবান করবো অচিরেই এই সকল ভিত্তিহীন মিথ্যা মামলা প্রত্যাহার করুন। নতুবা সময় হলে দেশের জনগণ এর উচিৎ জবাব দিবে।
এ বিবৃতিতে আরও একাগ্রতা প্রকাশ করেন, মহানগর বিএনপির সহ-সভাপতি এড. জাকির হোসেন, ফখরুল ইসলাম মজনু, হাজী নুরু উদ্দিন, আয়সা সাত্তার, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, এড. আবু আল ইউসুফ খান টিপু, সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, কোষাধক্ষ মনিরুজ্জামান মনির, এড. রফিক আহম্মেদ, এড. আনিসুর রহমান মোল্লা প্রমূখ।