নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে মেয়র আইভী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : চিকিৎসকদের মাতৃসংগঠন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) নারায়ণগঞ্জ শাখার নির্বাচনে ভোট দিয়েছেন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মেয়র আইভী শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে ভোট কেন্দ্রে আসলে দুটি প্যানেলের প্রার্থীরা তাকে স্বাগত জানান। পরে তিনি ভোট প্রদান করেন।

ভোট দেয়া শেষে সাংবাদিকদের দেয়া এক ব্রিফিংএ তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। আগেও হয়েছে কিন্তু মাঝখানে অনেকদিন যাবত নির্বাচন হয়নি। উৎসবমুখর পরিবেশে নির্বাচন সকলেই পছন্দ করে। এখানে যারা ভোট দিচ্ছে বা যারা প্রার্থী হয়েছেন বা হন নাই, আমরা সকলেই পেশাদার। তাই আমার মনে হয় এই আমেজ যেন আনন্দঘন থাকে। হারজিত তো আছেই, একটা প্যানেল জিতবে আর একটা হারবে। দেখা যাবে সবাই একসাথে মিলে মিশে হাসপাতালে কাজ করছে।

মেয়র আরও বলেন, পাস যেই করুক না কেন, আমি চাই সে পরিবেশটা যেন বজায় থাকে। আমরা সবাই সেবা করি মানুষের। আমার সাথে সকল ডাক্তারদেরই ভালো সম্পর্ক। সকলের সাথে ভালো সম্পর্ক তো রাখতেই হয়। অনেক সময় বিভিন্ন পেশেন্ট পাঠাই, বিভিন্নভাবে কথা হয়। যাই হোক আজকের এই নির্বাচনকে স্বাগত জানাচ্ছি। এই পরিবেশটা খুব চমৎকার। এই চমৎকার পরিবেশ রাখার জন্য উভয় প্যানেল ও আয়োজকদের আমি ধন্যবাদ জানাচ্ছি।

তিনি বলেন, আবিজ্ঞতা ও তারুন্য দুজনেরিই প্রয়োজন আছে। তারুন্যের যে প্রয়োজন আছে তেমনি অভিজ্ঞদেও প্রয়োজন আছে। অভিজ্ঞ ও তারুণ্যের মিলিয়েই হবে কমিটি। অভিজ্ঞতা ছাড়া তারু্যে দিয়েই তো আর সব হয়না।

এদিকে, নির্বাচনকে ঘিরে রাইফেল ক্লাব প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে সৃষ্টি হয়েছে। ভোট গ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে। দীর্ঘ ২৪ বছর পর আজ ৩৮৭ জন চিকিৎসক নারায়ণগঞ্জে তাদের নেতা নির্বাচন করবেন। শেষ ভোট অনুষ্ঠিত হয়েছিলো ১৯৯৩ সালে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান লক্ষ্য করা গেছে। তবে ভোটার ছাড়াও কিছু কিছু বহিরাগত ক্লাব প্রাঙ্গণে প্রবেশ করছে এমন অভিযোগ করে উভয় প্যানেলের প্রার্থীগণ উদ্বেগ প্রকাশ করলেও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন সকলে।

নির্বাচনে এবার দুটি প্যানেলে ৪৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  এদের মধ্যে নির্বাচিত হবেন ২৩ জন। এর মধ্যে ১৩জন সম্পাদকীয় ও ১০ জন সদস্য হিসেবে নির্বাচিত হবেন। নির্বাচনা পরিচালনার জন্য রয়েছে ৫ সদস্যের নির্বাচন কমিশন। কমিশনের আহ্বায়ক হিসেবে রয়েছেন ডা. হামেদুল হক। অন্যরা হলেন, ডা. সুখময় সাহা, ডা. মহাদেব সাহা, ডা. আফতাব উদ্দিন এবং ডা. আসাদুজ্জামান।

প্রধান নির্বাচন কমিশনার ডা. হামেদুল হক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল উল্লেখ করে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বিএমএ নারায়ণগঞ্জ জেলা সাবেক সাধারণ সম্পাদক ও ড্যাবের জেলার সভাপতি ডা. শফিউল আলম ফেরদৌস বলেন, বিএমএ এর নির্বাচনে সব সময় গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে।

তাই নির্বাচনে পরিবেশ অনেকটা স্বাভাবিক রয়েছে। এতে করে ভোটাররা অনায়াসে ভোট দিতে পারবে। নির্বাচনে কোন ধরণের রাজনৈতিক প্রভাব নেই। প্যানেল পরিচিতি সোহেল ও নিজাম প্যানেলে ডা. আতিকুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক ডা. নিজাম আলী নেতৃত্বে ২২ সদস্যের সবাই নারায়ণগঞ্জের স্থানীয় চিকিৎসক।

ডা. আতিকুজ্জামান সোহেল ও ডা. নিজাম আলী প্যানেলে প্রার্থীরা হলেন- সহ সভাপতি হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ আশীষ কুমার দে, যুগ্ম সাধারণ সম্পাদক অলক কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক ইফতেকার আলম, বিজ্ঞান বিষয়ক সম্পাদক আরিফুর রহমান, দফতর সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার ও জনসংযোগ সম্পাদক হাসান আলী আরাফাত, সমাজকল্যাণ সম্পাদক দেবব্রত ঘোষ, সংস্কৃতি ও আপ্যয়ন বিষয়ক সম্পাদক শ্রেয়সি রাণী সাহা, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মালেক, সদস্য টিআইএম নুরুন্নবী, ক্যাপ্টেন (অব.) আবুল ফাতান, অনিল কুমার বসাক, মুহাম্মদ মাহবুব হোসেন, আল ওয়াজেদুর রহমান, পলক কুমার মহন্ত, আব্দুর রব, মো. মাসুদুজ্জামান, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও সিনথিয়া তাসনিম।

অন্যদিকে ডা. ইকবাল বাহার ও ডা. দেবাশীষ রায়ের প্যানেলে প্রার্থীরা হলেন- সহ সভাপতি গোলাম মোস্তফা, বিধান চন্দ্র পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুদ্দোহা সঞ্চয়, কোষাধ্যক্ষ শেখ ফরহাদ, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক কুমার তানসেন, দফতর সম্পাদক ইউসুফ সরকার, প্রচার ও জনসংযোগ সম্পাদক কামরুল আশরাফ, সমাজকল্যাণ সম্পাদক অমিত সরকার, সংস্কৃতি ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক আমিনুর রহমান, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক জহিরুল হক, সদস্য জাহাঙ্গীর আলম, জিএম ফরিদ, অনিরুদ্ধ ভট্টাচার্য, এবিএম জহিরুল কাদের ভূইয়া, তানভীর আহমেদ চৌধুরী, আমির হোসেন, তনয় কুমার সাহা, মতিয়ার রহমান, আবু শাহেদ শুভ ও মোহাম্মদ মফিজ উদ্দিন।

উল্লেখ্য ডা. দেবাশীষ রায় বর্তমান বিএমএ কমিটির সাধারণ সম্পাদক ও ডা. আতিকুজ্জামান সোহেল হলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক। ডা. নিজাম আলী হলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং জেলা স্বাচিপের (স্বাধীনতা চিকিৎসক পরিষদ) প্রচার ও প্রকাশনা সম্পাদক।

add-content

আরও খবর

পঠিত