নির্বাচনের আগেই পূর্ণাঙ্গ হচ্ছে ছাত্রদল কমিটি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : এক যুগ পেরিয়ে যাওয়ার পর পূর্ণাঙ্গ কমিটিতে রূপ নিচ্ছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদল কমিটি। ইতোমধ্যে কন্দ্রেীয় কমিটির দপ্তর সম্পাদকের কাছে পৌছেছে জেলা ও মহানগর কমিটির সদস্যদের খসড়া। এ কমিটিতে মূল্যায়ন করা হবে সকল ত্যাগী নেতাকর্মীদের এমনটাই জানিয়েছেন ছাত্রদল কমিটির সভাপতিদ্বয়। এছাড়াও জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র মাস তিনেক পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। জানা গেছে, নেত্রীর মুক্তি ও আন্দোলন জোরদার করতেই ঐক্যবদ্ধ হচ্ছে বিএনপিতে মূল দলের পাশাপাশি অঙ্গসংগঠনগুলোও।

সূত্র জানায়, জেলা কমিটিতে ২০১ সদস্য ও মহানগর কমিটিতে ১৫১ সদস্যের খসড়া হস্তান্তর করা হয়েছে। এর আগে ২০০২ সালে পূর্ণাঙ্গ কমিটি পেয়েছিল জেলা ছাত্রদল। এখন দীর্ঘ যাচাই-বাছাই শেষে এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিবে কেন্দ্র। আর এই অনুমোদনের মধ্য দিয়ে ১৬ বছর পর পূর্ণাঙ্গ কমিটি পাবে জেলা ও মহানগর ছাত্রদল। ২০১৩ সালের পর দীর্ঘ ৫ বছর শেষে আহবায়ক কমিটি থেকে জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়।

এদিকে এ বছরের ৫ জুন মশিউর রহমান রনিকে সভাপতি ও খায়রুল ইসলাম সজীবকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট জেলা কমিটি এবং শাহেদ আহমেদকে সভাপতি ও মমিনুর রহমান বাবুকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট মহানগর কমিটির অনুমোদন দেয়া হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক আকরাম উল হাসান মিন্টু এই কমিটির অনুমোদন দেন।

এই কমিটিতে মশিউর রহমান রনিকে সভাপতি করে ঘোষিত ১২ সদস্য বিশিষ্ট জেলা কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি: মোহাম্মদ উল্লাহ, সহ সভাপতি: আরিফুর রহমান মানিক, সাধারণ সম্পাদক: খায়রুল ইসলাম সজিব, যুগ্ম সম্পাদক: ইসমাইল মামুন, মেহেদী হাসান,মাইনুল ইসলাম রবিন, নাজমুল হাসান বাবু, মশিউর রহমান শান্ত, রাকিব হাসান রাজ, রফিকুল ইসলাম রফিক, ও সাংগঠনিক সম্পাদক: সোহেল মিয়া।

নবগঠিত ১৫ সদস্য বিশিষ্ট মহানগর কমিটির মধ্যে সভাপতি হিসেবে শাহেদ আহমেদ, সিনিয়র সহ সভাপতি: রাফিউদ্দীন রিয়াদ, সহ সভাপতি শাকিল মিয়া, নাজিম পারভেজ অনতু, শফিকুল ইসলাম শফিক, আলতাফ হোসেন ইব্রাহীম, সিরাজ উদ্দিন প্রধান দর্পন, হামিদুর রহমান সুমন, সাধারণ সম্পাদক: মমিনুর রহমান বাবু, যুগ্ম সম্পাদক: আলামিন প্রধান, শাহ মোয়াজ্জেম হোসেন লিংরাজ খান, রাকিবুর রহমান সাগর, সাজ্জাদ হোসেন, ইব্রাহীম বাবু, ও মারুফুল ইসলাম পাপানকে কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

এরআগে গুঞ্জন উঠেছিলো কোরবানির ঈদের পূর্বেই অনুমোদন দেয়া হবে জেলা ও মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির তালিকা। কিন্তু তা আর বাস্তবায়ন হয়নি। কমিটি ঘোষণার পরপরই কেন্দ্র থেকে পূর্ণাঙ্গ কমিটির তালিকা করার নির্দেশ দেয়া হয় জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটির নেতাদের। এরপর অনেক যাচাই বাছাই শেষে ২০১ সদস্যের জেলা কমিটি ও ১৫১ সদস্যের মহানগর কমিটির তালিকার একটি খসড়া কেন্দ্রে পাঠানো হয়।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি প্রতিবেদককে বলেন, বিগত সময়ে যারা আন্দোলন সংগ্রামে ত্যাগ স্বিকার করেছে তাদের সকলকে এই কমিটিতে নেয়া হবে। সকল উপজেলা থেকে নিবো, আমরা কাউকে বাদ দিচ্ছি না। আমরা এই কমিটি করেছি নির্বাচন ও আন্দোলনমুখি কমিটি। এই কমিটির মাধ্যমেই শেখ হসিনার পতন হবে। এর জন্য যা যা দরকার ছাত্রদল সব  করতে প্রস্তুত থাকবে। খুব দ্রুতই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন হয়ে যাবে। কেন্দ্রে পূর্ণাঙ্গ কমিটির খসড়া তালিকা পাঠানো হয়েছে। কেন্দ্রে পাঠানো ছাত্রদলের কমিটির মধ্যে ৯৮ ব্যাচের ছাত্রও রয়েছে।

এ বিষয়ে মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ প্রতিবেদককে বলেন, যারা দলীয় কাজে নিয়োজিত ছিলো আন্দোলন, সংগ্রাম, মিছিলে ও সাংগঠনিক কাজে তৎপর ছিলো সকল উপজেলা থেকে আমরা তাদেরকে রাখবো। একজন লোকও বাদ পড়বে না। এমনকি এ কমিটি নিয়ে নেতীবাচক সংবাদ প্রকাশেরও কোন সুযোগ থাকবেনা। শতভাগ শক্তিশালী হবে এই কমিটি। আগে যে দুর্বলতা ছিলো তা ভারপাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত তিন মাসে পরিবর্তন এনেছে। এছাড়াও নেত্রীর মুক্তির জন্য কেন্দ্র যে নির্দেশনা দিবে সেভাবে কাজ করবে নারায়ণগঞ্জ ছাত্রদল। তাছাড়া আগামী নির্বাচন যদি ৫০ ভাগও সুষ্ঠু হয়। মহানগরে কোন কেন্দ্র দখলে নিবো তা পারবেনা। তালিকা দেয়া হয়েছে এখন অনুমোদনের অপেক্ষা।

add-content

আরও খবর

পঠিত