নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ) : বিপুল পরিমাণ চোরাই স্বর্ণ আত্মসাত ও মোটা অংকের টাকা উৎকোচের বিনিময়ে আটকৃতদের ছেড়ে দেওয়ার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় এ.এস.আই শরিফুল ইসলামকে পুলিশ লাইনসে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সোমবার (৩রা সেপ্টেম্বর) দুপুরে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার।
সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, কোরবানীর ঈদের পরদিন ২৩ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) শরিফুল ইসলাম জালকুড়ি চেকপোস্টে ডিউটি পালন করছিলেন। এসময় চেকপোস্টে একটি সিএনজি তল্লাশীকালে বিপুল পরিমাণ চোরাই স্বর্ণসহ ২ জনকে আটক করে। পরে রাতেই জালকুড়িতে মোটা অংঙ্কের টাকার বিনিময়ে আটকৃতদের ছেড়ে দেয়ে। পরে প্রত্যাহারকৃত এ.এস.আই ও চেকপোস্টে দ্বায়ীত্ব পালন করা পুলিশ সদস্যরা মিলে তল্লাশী কালে পাওয়া বিপুল পরিমাণ চোরাই স্বর্ণ আত্মসাত করেন। এ বিষয়টি জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতারা জানার পর সোমবার দুপুরের তাকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেয়।
সিদ্ধিরগঞ্জ থানায় ওসি (অপারেশন) জানান, দায়িত্বে অবহেলা ও প্রশাসনিক কারণে পুলিশ সুপারের কার্যালয় থেকে নোটিশে এএসআই শরিফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। এর বেশি কিছু বলতে পারছিনা।