নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দেশব্যাপী শিশু-কিশোরদের মিডিয়াতে কাজের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে ইউনিসেফ ও বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম এর উদ্যোগে ৪দিন ব্যাপী ১ মিনিটের চলচিত্র নির্মাণ কর্মশালা সারাদেশের ন্যায় গোপালগঞ্জেও বৃহস্পতিবার হতে শুরু হয়েছে।
গোপালগঞ্জ শিল্পকলা একাডেমীর প্রশিক্ষন কেন্দ্রে আয়োজিত এ কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালণ করছেন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম এর অন্যতম সদস্য মো: আনোয়ারুল ইসলাম ও আশিক-উল-বারাত।
উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ ও গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি রাখাল ঠাকুর। কর্মশালায় জেলার বিভিন্ন স্থান হতে ২০জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। উপস্থিত বক্তা রাখাল ঠাকুর বলেন, শিল্পে ভারসাম্য আনতে অবশ্যই ফিল্ম ও মিডিয়া তে এগিয়ে আসতে হবে আমাদের দেশে ভালো ভালো পরিচালক, চলচ্চিত্র নির্মাতা উঠে আসতে হবে। এছাড়াও মামুন বিন সালেহ বলেন আমাদের শিশুরা মেধা মননে অনেক এগিয়ে অল্প একটু সহযোগিতা পেলে তারা আরো এগিয়ে নেবে।