নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ২৯ আগষ্ট বুধবার বাদ যোহর রূপালী ব্যাংক লিমিটেড নারায়ণগঞ্জ এস কে রোডস্থ কার্যালয়ে বঙ্গবন্ধু পরিষদ ও রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) রেজি:নং১৬৭৪ এর যৌথ উদ্যোগে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিএ)এর নারায়ণগঞ্জ আঞ্চলিক পরিষদের সভাপতি মো: আব্দুস সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর কেন্দ্রীয় সাধারন সম্পাদক মো: মহিউদ্দিন, বঙ্গবন্ধু পরিষদ রূপালী ব্যাংক কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মো: সুজাত আলী জাকারিয়া, রূপালী ব্যাংক লিমিটেড নারায়ণগঞ্জ অঞ্চল প্রধান মো: ইসমাইল হোসেন শেখ, রূপালী ব্যাংক এসকে রোড কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক শাখাওয়াত হোসেন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি মো:শহীদ উল্লাহ, রূপালী ব্যাংক লি: নারায়ণগঞ্জ জোনাল অফিস এর সহকারি মহাব্যবস্থাপক ফখরুদ্দিন আহাম্মদ খান, রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো: রিপন মৃধা, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম নবী মিন্টু, বঙ্গবন্ধু পরিষদ রূপালী ব্যাংক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক একেএম মোমিনুল হক, আব্দুৃল করিম, রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিএ)এর নারায়ণগঞ্জ আঞ্চলিক পরিষদের কার্যকরী সভাপতি আব্দুল মতিন, সাধারন সম্পাদক আবুল কাশেম, যুগ্ম সাধারন সম্পাদক মো: বোরহান মিয়া,বঙ্গবন্ধু পরিষদ নারায়ণগঞ্জ আঞ্চলিক পরিষদের সভাপতি মো: জাকির হোসেন, সাধারন সম্পাদক মো:আশরাফুল আলম, মো: হাবিবুর রহমানসহ রূপালী ব্যাংক লি: এর বিভিন্ন শাখা প্রধান ও কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।