নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে কেন্দ্রীয় ঈদগাহ ও সামছুজ্জোহা আউটার স্টেডিয়ামে ঈদের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় । ২২ আগস্ট ঈদুল আযহার দিন ঐ জামাতের সাথে একেএম শামসুজ্জোহা স্টেডিয়ামকে একত্রিত করে এখানে লাখো লোকের ঈদের জামাতের আয়োজন করা হচ্ছে। আয়োজকরা প্রত্যাশা করছেন নারায়ণগঞ্জে এবারই এটি প্রথম ও দেশের দ্বিতীয় বৃহত্তর জামাত হবে বলে ।
কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতটির ঈমামতি করবেন নূর মসজিদের ঈমাম ও খতিব মাওলানা আব্দুস সালাম। প্রথমবারের মত একযোগে কেন্দ্রীয় ঈদগাহ ও সামসুজ্জোহা স্টেডিয়ামে ঈদের একমাত্র প্রধান জামাতটি অনুষ্ঠিত হবে।
শহরের চাষাড়া নূর মসজিদে সাড়ে ৭ টায়, সকাল ৭ টায় ও ৮ টায় খানপুর হাসপাতাল রোডে ইসলামী কাফেলার দুটি ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। জামি আরাবিয়া দারুল উলূম দেওভোগ মাদরাসা জামে মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাত সকাল সাড়ে ৭ ও দ্বিতীয় জামাত সাড়ে ৮ টায়। ফতুল্লার কাশিপুর ঈদগাহে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় ও সকাল সাড়ে ৮ টায় ।
আল্লামা ইকবাল রোড জামে মসজিদ কলেজ রোড এলাকায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮ ঘটিকার সময়। এছাড়া শহরের অন্যতম বৃহৎ ডি.আই.টি জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়, ফকির টোলা জামে মসজিদ ও চাষাঢ়া বাগে জান্নাত জামে মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭ টায় ।