★ বিশ্ব বন্ধু ★ ( কবিতা )
শাহ জাহান সিরাজ
নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বঙ্গবন্ধু নয়,বিশ্ব বন্ধু বাঙ্গালী জাতির পিতা
এ দেশ হত না স্বাধীন,না জন্মিলে এমন মহান নেতা
যার নির্দেশে, জাতি -ধর্ম নির্বিশেষে, দিয়েছিল প্রাণ
কেমনে বলি,মহামানব নয়? এ দেশটাই যার দান,
স্বাধীন দেশের স্বাধীন ভাষা, বিশ্ব ভাষার মান
একুশে ফেব্রুয়ারি বিশ্ব ভাষা দিবস
বাংলা ভাষারই দান,
সকল দানের দানবীর যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
মুজিব মানে বাংলা ভাষা, মুজিব মানে মুক্তির আশা
মুজিব মানে স্বাধীন দেশের,মুক্ত আকাশে প্রাণ খুলে হাসা।
মুজিব মানে বাংলাদেশ,মুজিব মানে বাঙ্গালী জাতি
মুজিব সকল ফুলের সুবাস তাই
মুজিব নামের মালা গাঁথি।
মুজিব মানে নির্যাতিতদের হাসি,
মুজিব তোমায় ভালবাসি
মুজিব মানে আকাশের চাঁদ,জমিনে ফসলের হাসি।
মুজিব মানে সূর্যের আলো অস্ত গেলে অন্ধকার
মুজিব মানে শীতল বায়ু,বাঙ্গালী জাতির অলঙ্কার।
মুজিব জাতির কান্ডারী, মুজিব তোমায় কেমনে ভুলি
বাংলার মাঝি নৌকা চালায়,মুজিব নামের পাল তুলি,
মুজিব মানে সংবিধান, মুজিব মানে সংসদ
মুজিব বাংলার মানচিত্র,মুজিব জাতির জীবন বোধ।
৭ ই মর্চের ভাষনের ওজন, সমগ্র বাংলা দেশ
মুজিব বাংলার কাব্য ভান্ডার, যার গুণের নাই শেষ,
সর্ব গুণে-গুণী মুজিব আমার জানের জান
মুজিব বাংলার জন্মদাতা,বাংলা মায়ের প্রাণ।
বঙ্গবন্ধু ডাকলে তোমায় ছোট করা হয়
তোমার প্রেম, দেশের গন্ডি পেড়িয়ে বিশ্ব করেছে জয়।
ত্রিশ লক্ষ সহিদের রক্তের দাম,স্বপরিবারে করে শোধ
চীরতরে বিদায় নিলেন স্বাধীনতার অগ্রদূ্ত,
টুঙ্গীপাড়ায় উত্থান হল,টুঙ্গীপাড়ায় শুয়ে রল
সোনার বাংলার প্রানের মুজিব সোনার মত খাঁটি ছিল।
বঙ্গবন্ধু ডাকলে তোমায় মিটেনা মোর স্বাধ
বিশ্ববন্ধু বলে তোরা, কাঁদরে বাঙ্গালী কাঁদ।