না.গঞ্জের ৩টি কলেজ সরকারী হলো

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে বেসরকারী তিনটি কলেজ সরকারী করা হয়েছে। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্ছশিক্ষা বিভাগে উপসচিব নাসিমা খানম স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশটি জারি হয়। নারায়ণগঞ্জের তিনটি কলেজসহ দেশের ২৭১টি বেসরকারি কলেজ জাতীয়করণের সরকারি আদেশ (জিও) জারি হয়েছে।

নারায়ণগঞ্জের তিনটি কলেজ গুলো হলো- বন্দর কদমরসুল ডিগ্রি কলেজ, সোনারগোঁও ডিগ্রি কলেজ ও রুপগঞ্জের মুড়াপাড়া বিশ্ববিদ্যালয়।

গত বৃহষ্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়ার পর রবিবার আদেশ জারি করা হয়।

add-content

আরও খবর

পঠিত