শিক্ষার্থীদের আন্দোলন আমাদের চোখ খুলে দিয়েছে : প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিরাপদ সড়কের জন্য শিক্ষার্থীদের আন্দোলন আমাদের চোখ খুলে দিয়েছে। শহীদ রমিজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়ীদের বিচার নিশ্চিত করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

রোববার (১২ আগস্ট) রাজধানীর বিমানবন্দর সড়কে পথচারী আন্ডারপাস প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, অনুষ্ঠানে সব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে নিরাপদ সড়ক নিশ্চিত করার ব্যবস্থা নেয়া হবে। শিক্ষার্থীদের আন্দোলনে তৃতীয়পক্ষ ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, রাস্তায় দাঁড়িয়ে শার্ট পরিবর্তন করছে এবং স্কুল পোশাক পরিধান করে ছাত্র হয়ে যাচ্ছে। এরা কারা..। এদের ব্যাগের ভেতর পাথর, চাপাতি, নানা ধরণের জিনিসপত্র ওই ছদ্মবেশীদের ব্যাগ থেকে বের হচ্ছে। এরা তো আর স্কুলছাত্র হতে পারে না? এই ছাত্র নামধারী যারা ঢুকলো, অনুপ্রবেশকারী তাদের উদ্দেশ্যটা তো খুব খারাপ ছিল। তারা এমন একটা কিছু করতে চাচ্ছিল, কোনো কোনো মহল ফেইসবুক ও সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়াতে শুরু করলো। কাজেই আমি একটি কথা বলবো গুজবে কেউ কান দিবেন না।

প্রধানমন্ত্রী বলেন, যতদিন আমাদের শিশুরা রাস্তায় ছিল। অনেকে আইন-কানুন মেনেছে। আমাদের মন্ত্রীদেরও গাড়ি থেকে নামতে বলেছে, তখন ফোন এসেছিল- কী করবো। বলেছি ওরা যা বলে শোনেন। কিন্তু এখন আবার দেখি পাশে ফুটওভার ব্রিজ থাকলেও রাস্তায় নেমে হাত দেখিয়ে দেখিয়ে পারাপার হয়। যততত্র গাড়ি থামিয়ে ওঠেন যাত্রীরা। এটা মোটেই ঠিক নয়। পথচারীদের আন্ডারপাস ও ফুটওভার ব্রিজ ব্যবহার নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, যেখানে-সেখানে বাস থামানো যাবে না, নির্ধারিত স্টপেজে গাড়ি থামতে হবে। লেন মেনে চলতে হবে। ডিজিটাল পদ্ধতিতে ক্যামেরা ফিট করে অনিয়ম বন্ধ করতে হবে। আইন না মানলে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে হবে। যেখানে যেখানে হাসপাতাল-স্কুল-কলেজ আছে, সেখানে আন্ডারপাস, ফুটওভার ব্রিজ করে দিতে হবে।

add-content

আরও খবর

পঠিত