রূপগঞ্জে জমি অধিগ্রহন বাতিল করার দাবি এলাকাবাসীর

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ৪ হাজার ৫শত একর জমি নিয়ে গড়ে উঠে পূর্বাচল উপ-শহর। পূর্বাচল উপ-শহরের পাশেই পিতলগঞ্জ এলাকা। পিতলগঞ্জ ও ব্রাক্ষ্মনখালী এলাকায় প্রায় ৭শত পরিবারের বাসবাস। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কর্তৃক জমি অধিগ্রহনের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর কাছে প্রস্তাব করা হয়। এখানে পেট্রোলিয়াম কর্পোরেশনটি গড়ে উঠলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়বে। পেট্রোলিয়াম কর্পোরেশনের জমি অধিগ্রহন বাতিল করার দাবি ৭শত পরিবারের।

ইতোমধ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, রাজউকের চেয়ারম্যান, জ¦ালানি ও খনিজ সম্পদ বিভাগীয় সচিব, ভারতীয় হাই কমিশনার, বেলার প্রধান নির্বাহী কর্মকর্তা, পদœা অয়েল কোম্পানির চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণের বরাবর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কর্তৃক জমি অধিগ্রহন বাতিল করার দাবি জানিয়ে স্বারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, পিতলগঞ্জ এলাকায় পেট্রোলিয়াম কর্পোরেশনটি গড়ে উঠলে পরিবেশের মারাত্বক প্রভাব ফেলবে। সাধারনত জনমানব শূন্য এলাকাতে এ ধরনের পেট্রোলিয়াম কর্পোরেশন ডিপো গড়ে উঠে। ঘনবসতিপূর্ন এলাকায় পেট্রোলিয়াম কর্পোরেশন গড়ে উঠলে পিতলগঞ্জ ও ব্রাক্ষ্মনখালী এলাকার ৭শত পরিবার বাড়িঘর ছেড়ে অনত্র চলে যেতে হবে।

ব্রাক্ষ্মনখালী এলাকার শ্রী প্রকাশ দাস বলেন, পদ্মা অয়েল মিলটি গড়ে উঠলে পরিবেশের ব্যাপক বিপর্যয় ঘটবে। পিতলগঞ্জ ও ব্রাক্ষ্মনখালী এলাকায় অনেক সংখ্যালঘু পরিবারের বসবাস।

জেলা পরিবেশ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নয়ন মিয়া বলেন, উন্নয়ন কার্যক্রমে বিভিন্ন ধরনের বাঁধা বিপত্তি আসে। আর জমি অধিগ্রহনের বিষয়টি সম্পূর্ন জেলা প্রশাসকের কার্যালয়ের। তারা ভেবে চিন্তেই জমি অধিগ্রহন করবে।

add-content

আরও খবর

পঠিত