বিএনপির কমিটি নিয়ে জেলা র্শীষ নেতাদের মধ্যে চলছে ঠান্ডা লড়াই

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :  নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি নিয়ে কেন্দ্র চলছে নানা তদবির। কার নেতৃত্বে আসছে জেলা বিএনপির নতুন কমিটি, এ নিয়ে জেলা বিএনপির র্শীষ নেতাদের মধ্যে চলছে ঠান্ডা লড়াই। ইতিমধ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির র্শীষ নেতারা নিজেদের আস্থাভাজনদের নিয়ে করা ৩টি খসড়া কমিটি কেন্দ্রীয় নেতাদের হাতে জমা রয়েছে। খড়সা কমিটি জমা দেওয়া সকলের দাবী তারা রাজপথে সক্রিয় একাধিক মামলার আসামী হয়ে জেল খেটেছেন, বর্তমান সরকার আওয়ামীলীগের হাতে নির্যাতিত হয়েছেন। তবে কার নেতৃত্বে আসছে জেলা বিএনপির কমিটি আসছে তা কেউ বলতে পারছে না। অনেক নেতা আবার নিজের পদ বাঁচাতে নতুন কমিটিতে পদ পেতে নানা তদবির চালিয়ে যাচ্ছেন। এ কমিটি নিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে নারায়ণগঞ্জ জেলার সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির র্শীষ নেতাদের সাথে কয়েকবার গোপন বৈঠকও হয়েছে। তবে এ বৈঠকের কথা কেউ স্বীকার করতে রাজি নন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির সাবেক এক সংসদ সদস্য বলেন, দলের চেয়ারপার্সন সকলের উদ্দেশ্যে বলেছেন আন্দোলনের সময় কে কি করেছেন তা আমার জানা আছে। সঠিক সময়ে, সক্রিয় নেতাদের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি দেওয়া হবে। কমিটি নিয়ে বসে থাকবেন রাজপথে নামবেন না এমন লোকদের কমিটিতে রাখা হবে না। দলের চেয়ারপাসনের শক্ত মনোভাব দেখে অনেক নেতাই আতংকে আছেন। এ দিকে জেলা বিএনপির ৩টি জমা দেওয়া কমিটির একটিতে সভাপতি হিসেবে তৈমূর আলম খন্দকার, সহ-সভাপতি এটি এম কামাল, সাধারন সম্পাদক কাজী মনির, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, যুগ্ন সাধারন সম্পাদক মনিরুল আলম সেন্টুকে রাখা হয়েছে।
অপর কমিটিতে কাজী মনিরুজ্জামান সভাপতি, আনোয়ার হোসেন খান ও শাহ্ আলমকে সহ-সভাপতি, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিনকে সাধারন সম্পাদক, নগর বিএনপির সাধারন সম্পাদক এটি এম কামালকে সাংগঠনিক সম্পাদক, করে কমিটি জমা দেওয়া হয়েছে। সর্বশেষ কমিটিতে সভাপতি করা হয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিনকে, কাজী মনিরুজ্জামান, আনোয়ার হোসেন খান ও শাহ্ আলমকে সহ-সভাপতি ও সাধারন সম্পাদক করা হয়েছে এটি এম কামালকে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত