নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার উদ্যোগে রূপগঞ্জের শতাধিক হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও অটোরিকসা বিতরণ করা হয়েছে। সোমবার (৬ আগষ্ট) দুপুরে উপজেলার বিরাব বাইতুস ফালাহ জামে মসজিদের সামনে আত্মকর্মসংস্থান সামগ্রী বিতরণ করা হয়।
জানা গেছে, রূপগঞ্জের উদ্যেক্তা ও বাংলাদেশ প্রতিদিনের চীফ রিপোর্টার মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউএই অ্যাম্বাসেডর সায়েদ মোহাম্মদ আল-মুহাইরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ হাসদান আল-জিরি, শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ড. গাজী মো: জহিরুল ইসলাম, প্রকল্প ইনচার্জ এ কে এম রফিকুল হক প্রমুখ।
বিতরণ অনুষ্ঠানে স্থানীয় ৪০ জন হতদরিদ্রের মাঝে সেলাই মেশিন ও ৪০ জন হতদরিদ্রদের মাঝে অটোরিকসা বিতরণ করেন। পরে বিরাব বাইতুল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজের ভিক্তি প্রস্থর উদ্বোধন করা হয়। এসময় বিরাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন নির্মাণের আগ্রহ প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি।