★ টাপুর টুপুর রিমঝিম বৃষ্টি ★ ( কবিতা )
সৈয়দ রিফাত আল রহমান
নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রাতের আধারে আকাশে ডাকছে মেঘের ডাকের গর্জন,
রাতের ঠান্ডা মাটি কোমল পরিবেশ মেঘে না:গঞ্জের আকাশ,
নির্মল প্রকৃতি সবুজ বৃক্ষরাজি বহে স্নিগ্ধ বাতাস।
এমন ক্ষণে ঈশান কোণে মেঘ-বিজলীর গর্জন,
অতঃপর স্বস্তির নিঃশ্বাস নামলো প্রতিক্ষার বর্ষণ।
অকস্মাৎ ধুলায় চটপটা বৃষ্টি, মাটির সোঁদা গন্ধ,
শুরু হলো টাপুর-টুপুর রিমঝিম বৃষ্টির সুরের ছন্দ।
রাতের আধারে টাপুর টুপুর রিমঝিম বৃষ্টি,
টাপুর টুপুর রিমঝিম বৃষ্টি দিন, তুমি ছাড়া অর্থহীন।
বৃষ্টি ভেজা মনে ভেজা হাওয়া অবাধে করে আসা যাওয়া,
মেঘের সাথে বলছি আমি কথা।
মেঘ ডাকলো নেমে এলো রাতের টাপুর টুপুর রিমঝিম বৃষ্টি,
বৃষ্টির আগমনে তাই জনমনে পেলো স্বস্তির দৃষ্টি।