খেলাধুলাতেই সমাজ মাদকমুক্ত হবে : খান মাসুদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে থানার সি.এন.জি মালিক সমিতির উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ আনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে থানার মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন মাঠে আয়োজিত এই ফুটবল খেলায় অংশ নেয় বন্দর সিএনজি শ্রমিক ও মালিক সমিতির সদস্যরা।

এসময় তারা ব্রাজিল ও আর্জেন্টিনা নামে দুটি দলে বিভক্ত হয়ে অংশ নেন। বন্দর থানা সি এনজি ও অটো রিক্সা শ্রমিক সমবায় সমিতির সাধারন সম্পাদক শাহ-আলমের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানা সি এনজি ও অটো রিক্সা শ্রমিক সমবায় সমিতির সভাপতি ও বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. খান মাসুদ। অনুষ্ঠানের পুরুষ্কার বিতরণীর উদ্বোধন করেন নাসিক’র ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. ফয়সাল মোহাম্মদ সাগর।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো. সুমন, মদনগঞ্জ এলাকার কৃতি ফুটবলার ও কোচ জোবায়দুর আহমেদ নিপু,যুবলীগ নেতা মো. মাসুম, শেখ মমিন, জাহাঙ্গীর, কাউছার, মো. আজিজুল, মো. খোরশেদ আলম, মো. হোসেন, মো. রতন, মো. আলামিন।

এসময় আরোও উপস্থিত ছিলেন, মোয়াজ্জেম হোসেন, মো. আসলাম হোসেন, মো. জসিম উদ্দিন মিয়া, দিল হোসেন, মো. ডালিম, কাজী সেলিম, মো. বাচ্চু, মো. রাজু, সিটি ডালিম, জাহাঙ্গির, কাউসার, মো. মাসুদ, আনোয়ার হোসেন, মো. রুমা, স্বপন মোল্লা, মো. সুজন, মো. দিন ইসলাম, মো. সাহাদুল, মো. রানা, মো.বাতেন প্রমূখ।

খেলায় আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যেকার ম্যাচটি ৩-৩ গোলে ড্র হওয়ায় উভয় দলকে চ্যাম্পিয়ন ঘোষনা করা হয়।

পরিশেষে প্রধান অতিথির বক্তব্যে খান মাসুদ বলেন, খেলাধুলা মানুষের সকল জড়তাকে দুর করে। এই খেলা শ্রমিকদের এক ঘেয়ে জীবনে কিছুটা হয়েও স্বস্তি দিবে, খেলাধুলার মাধ্যমেই সমাজের মাদককে নিয়ন্ত্রন করা সম্ভব । আজকের অনুষ্ঠানের মূল লক্ষই হচ্ছে মাদককে দূরে রেখে আদর্শ সমাজ প্রতিষ্ঠিত করা

add-content

আরও খবর

পঠিত