নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : মহানগর সেচ্ছা সেবকলীগের সভাপতি মো. জুয়েল হোসেন বলেছেন, যে পরিবারের পিতা মাতা ভালো সে পরিবারের সন্তান ভালো হয়। ঠিক তেমনি করে যে সংগঠনের অভিভাবক ভালো সে সংগঠনের কর্মীরাও ভালো হবে। এ বিশ্বাস নিয়েই সরকারী তোলারাম বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র রাজনীতি শুরু করে আজ নেতৃত্ব দিচ্ছি। আজকে আমাদের নেতাদের উপরই আমার নেতারা বা অনেক কর্মীরা রাগ করে বসে আছে। যারা মনে অনেক দু:খ নিয়ে বসে আছে তাদেরকে ডাকুন। কর্মীরা অপেক্ষা করে কখন নেতারা ডাকবে। আর তখন দেখবেন আমার আপনার চাইতে ওই কর্মীরা দলের জন্য বেশী দায়ভার হয়ে দাড়ায়।
১৮ জুলাই বুধবার বিকালে শহরের ২নং রেল গেইট আওয়ামীলীগের কার্য্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ২৭ জুলাই সেচ্ছা সেবক লীগের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষে বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর সেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক ও ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান।
সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের কাজ করে যেতে হবে। দেশে উন্নয়ন কি হয়েছে তা তুলে ধরতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করেছে তা বলতে হবে। আজকে সবাইকে সতর্ক করে দিচ্ছি। আমাদের সংগঠনকে নষ্ট করতে জামায়েত শিবিরের লোক ঢুকে গেছে। সেদিকে খেয়াল রাখতে হবে। আমার এই সংগঠন, আমার সংসার। আমি দুলাল আছি, কর্মীরা যখন ডাকবে গভীর রাতেও পাশে থাকবো। তবে অনুরোধ থাকবে আমরা কোনও অপরাধে জড়াবো না। যদি কোনও অভিযোগ থাকে জানাবেন আমরা ব্যবস্থা নিবো। যেখানেই অন্যায় সেখানেই আমরা প্রতিহত করবো। শেখ হাসিনার নেতৃত্বে আমরা এক সুন্দর বাংলাদেশ গড়ব। প্রতিষ্ঠা বার্ষিকীতে সকলকে পাবো আমি আশাবাদী। কারণ সেচ্ছা সেবক লীগের কর্মীরা সকালে ডাকলে বিকেলেই জনসমুদ্র গড়ে তুলতে পারে।
সংগঠনটির সহ সভাপতি আব্দুল কাইয়ূম পলাশের সভখাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক কমল ও রফিকুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক সঞ্চয় রহমান ও রানা প্রধান, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক এস আলম রাসেল, সহ আইন বিষয়ক সম্পাদকসজীব মোল্লা,বিজ্ঞান বিষয়ক সম্পাদক মাকসুদুর আলম রকি, জহির।