নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : সিদ্ধিরগঞ্জে হতাশাগ্রস্থ হয়ে এক যুবক আত্মহত্যার পথ বেছে নিয়েছে। মঙ্গলবার গভির রাতে মিজমিজি পশ্চিম চৌধুরিপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। আত্মহননকারি ওই যুবকের নাম জসিম উদ্দিন (২৮)।
নিহতের পরিবারের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক নাছির আহমেদ জানান, জসিম উদ্দিন পেশায় একজন ব্যাটারিচালিত অটো রিক্সার ব্যাবসায়ি ছিলেন। গত কয়েকমাস আগে জসিম উদ্দিনের এক পরিচিত ব্যাক্তিকে নতুন ব্যাবসা করার জন্য ৫লক্ষ্য টাকা দেন। কিন্তু ওই ব্যাক্তি টাকা পাওয়ার পর আর জসিমের সাথে যোগাযোগ করে না। এ বিষয়টি নিয়ে জসিম হতাশাগ্রস্থ হয়ে পরে। এবং তার পরিবারে প্রায় সময়ই বিষয়টি নিয়ে ঝগড়া হতো। মঙ্গলবার রাত ১২টায় জসিম বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমোতে যায়। পরে রাত তিনটায় ঘুম ভেঙ্গে জসিমের স্ত্রী তাকে বিছানায় দেখতে না পেয়ে খুজতে শুরু করে।
খোজাখুজির এক পর্যায়ে জসীমের স্ত্রী বারান্দার গ্রীলের সাথে গলায় ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তার চিৎকারে অন্য কক্ষ থেকে পরিবারের সদস্যরা ছুটে এসে জসিমের ঝুলন্ত লাশ উদ্ধার করে। খবর পেয়ে সকাল সাড়ে ৮টায় পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত জসিম উদ্দিন রাজবাড়ি জেলার বালুয়াকান্দি থানার মেচোয়াঘাট এলাকার মৃত আ: রউফের ছেলে। তার তানহা নামে তিন বছরের এক কন্যা সন্তান রয়েছে। নিহত জসিম মিজমিজি পশ্চিম চৌধুরি পাড়া এলাকার রফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া ছিলেন।