চতুর্থ দিনের মহড়ায় ‘ইসসিরে’

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বাস্তবধর্মী ঘটনা নিয়ে নির্মিত শর্টফিল্ম ( ইসসিরে ) এর চতুর্থ দিনের মহড়া অনুষ্ঠিত হয়েছে। ৮জুলাই রোববার বিকেল ৩টায় নারায়ণগঞ্জের বন্দরস্থ শহীদ সোহরাওয়ার্দ্দী ক্লাবের হলরুমে এ মহড়টির আয়োজন করা হয়।

শর্টফিল্ম এর পরিচালক সাব্বির আহমেদ সেন্টুর নির্দেশণায় চতুর্থ দিনের মহড়ায় অংশ নেন প্রবীণ নাট্যকার মীর আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর অভিনয় প্রশিক্ষক মো. মাসুম, রেফারেন্স নাট্য গোষ্ঠীর পরিচালক মিতু মোর্শেদ, বন্দর থানার সাব-ইন্সপেক্টর হানিফ মাহমুদ, কনষ্টেবল মো. নুরুজ্জামান, রংধনু নাট্যগোষ্ঠীর পরিচালক মফিজুর রহমান মফিজ, সুমন, প্রখ্যাত টিভি অভিনেতা মোখলেছুর রহমান তোতা, শহীদ সোহরাওয়ার্দ্দী ক্লাবের সাংগঠনিক সম্পাদক লাইক আহমেদ সিদ্দিকী বাবু, মো. ওয়ালিউল্লাহ, ডা. বকুল পারভেজ, মাকসুদ হোসেন রলি, ফয়সাল উল্লাহ, মনিষা, জয় হাসান, সুরমী, লগ্ন, শেখ ইউসূফ, সুভাস, সাইদুর, কুমকুম প্রমুখ।

৯ জুলাই সোমবার বিকেল ৩টায় শর্টফিল্ম’র আনুষ্ঠানিক শুভ মহরত অনুষ্ঠিত হবে। শুভ মহরত অনুষ্ঠানে প্রযোজক, পরিচালক, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত থাকবেন আগামী ১১জুলাই এটির চিত্রগ্রহণ অনুষ্ঠিত হবে।

add-content

আরও খবর

পঠিত