নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মার্কা কি হবে প্রধানমন্ত্রীই সিদ্ধান্ত দিবেন এমন মন্তব্য করে নির্বাচন অংশ নিবেন কি না, তা জানাতে ৩ মাসের জন্য সময় চাইলেন নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টি’র এমপি একেএম সেলিম ওসমান। বিকালে খানপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য হিসেবে সফলতার চার বছর পূর্তি উপলক্ষ্যে গণ সংবর্ধনা জানায় মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, জাপা, বিএনপি সহ নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দরের) নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা।
এসময় সকলেই তাদের পাশে থেকে কাজ করার জন্য আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ঘোষনা দেয়ার অনুরোধ জানালে এর পরিপ্রেক্ষিতে তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি আমাকে সমুদ্রে নামতে বলেন আমি তাই করব। আগুনে ঝাঁপ দিতে বললে তাই করব। সেপ্টেম্বরে আমি আপনাদের সামনে উন্নয়নের খতিয়ান তুলে ধরবো। আপনারা যদি চান আমাকে নির্বাচন করতে হবে তাহলে আপনাদের গোলামী করার জন্য নির্বাচন করব। আপনারা চাইলে নৌকা বা লাঙ্গল মার্কা ছাড়াই নির্বাচন করবো। কিন্তু মার্কার জন্য আমি কারো হাতে পায়ে ধরতে পারব না।
ব্যবসায়ী সংগঠনটির সভাপতি খালেদ হায়দার খান কাজলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা, ক্রীড়া সংগঠক কুতুবউদ্দিন আকসির, জেলা বিএমএ সভাপতি ডা. শাহনেওয়াজ, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, বন্দর উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আতাউর রহমান মুকুল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সেক্রেটারী হাজী ইয়াছিন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি চন্দন শীল, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, বিএনপি নেতা কাউন্সিলর শওকত হাশেম শকু, নাজমুল আলম সজল, সাইফুউদ্দিন আহমেদ দুলাল, আবদুল করিম বাবু, আফজাল হোসেন, বিএনপি নেতা হান্নান সরকার, বিএনপি নেতা জমশের আলী ঝন্টু, আরিফুল হাসান, সুলতানউদ্দিন নান্নু, ব্যবসায়ী এম সোলায়মান, শিরিন আক্তার, কামরুল হাসান মুন্না, শারমিন হাবিব বিন্নী, আলী হোসেন আলা সহ সদর ও বন্দর উপজেলা জনপ্রতিনিধি ও প্রমুখ।