নারায়ণগঞ্জ র্বাতা ২৪ (স্টাফ রিপোর্টার) : নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান বলেছেন, নগরিতে আধুনিক মেডিকেল কলেজে হবে। একটি শিল্পকলা ভবন করবো যেখানে সাংস্কৃতিক চর্চা করা হবে। আইন কলেজের ভাঙ্গা ভবনে ছেলে মেয়েরা লেখাপড়া করছে। এটাকেও আধুনিক সুযোগ-সুবিধা সম্মলিতভাবে গড়ে তোলা হবে। ২৬জুন মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ এর আয়োজনে একেএম সেলিম ওসমানের সংসদ সদস্য হওয়ার চার বছর পূর্তি উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
ব্যবসায়ী সংগঠনটির সভাপতি খালেদ হায়দার খান কাজলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা, ক্রীড়া সংগঠক কুতুবউদ্দিন আকসির, জেলা বিএমএ সভাপতি ডা. শাহনেওয়াজ, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সেক্রেটারী হাজী ইয়াছিন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি চন্দন শীল, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহাননগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, কাউন্সিলর শওকত হাশেম শকু, নাজমুল আলম সজল, সাইফুউদ্দিন আহমেদ দুলাল, আবদুল করিম বাবু, আফজাল হোসেন, হান্নান সরকার, জমশের আলী ঝন্টু, আরিফুল হাসান, সুলতানউদ্দিন নান্নু, ব্যবসায়ী এম সোলায়মান, শিরিন আক্তার, কামরুল হাসান মুন্না, শারমিন হাবিব বিন্নী, আলী হোসেন আলা সহ সদর ও বন্দর উপজেলা জনপ্রতিনিধি ও প্রমুখ।
তিনি আরও বলেন, একটি নগরকে সাজাতে হলে সিটি করপোরেশন, জেলা প্রশাসনকে নিয়ে কাজ করতে হয়। সেদিক থেকে আমি ব্যর্থ। আমার একটাই ব্যর্থতা আমার ছোট বোন আইভীকে টানতে পারিনি। একটি চ্যানেলের কারনে তাঁর সাথে সমঝোতা করতে পারিনি। তারপরও সমঝোতার জন্য মোহাম্মদ আলী, হোসনে আরা, আমিনুল সহ অনেককে দায়িত্ব দিয়েছি।