ফতুল্লায় শ্রমিকদের সড়ক অবরোধ ও থানা ঘেড়াও

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লার সাকুরা গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে।  শ্রমিকদের সাথে অসদাচারণ, চাঁদা আদায় এবং মারধরের প্রতিবাদে রোববার (২৪ জুন) সকাল ৮টা থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে শ্রমকিরা। এর আগে শ্রমিকরা সাকুরা গার্মেন্টে ভাংচুর করে।

সড়ক অবরোধ করে বিক্ষোভকালে সাকুরার শ্রমিকদের সাথে যোগ দেয় ওই এলাকাস্থ রেডিক্যাল আবির ফ্যাশন, ইরান ও ওসমান গার্মেন্টসের শ্রমিকরা। এসব প্রতিষ্ঠানের শ্রমিকদের দাবি তাদের কারখানাও একই পরিস্থিতি চলছে।

খবর পেয়ে পুলিশ এসে শ্রমিকদের সরিয়ে দিতে চাইলে বেলা সাড়ে ১১টার দিকে তারা মিছিল নিয়ে ফতুল্লা থানায় যায়। সেখানে তারা থানা ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে। একই সাথে শ্রমিকদের সঠিক সময়ে বেতন ভাতা, মারধর ও চাঁদা আদায় বন্ধসহ সকল দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।পরে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মোহাম্মদ মঞ্জুর কাদের শ্রমিকদের এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা এ অবস্থান কর্মসূচী স্থগিত করে।

শ্রমিকদের অভিযোগ, প্রতিমাসে নির্ধারিত সময়ের মধ্যে বেতন পরিশোধের কথা থাকলেও মালিক পক্ষ তাদের বেতন সময়মত প্রদান করছে না। এ নিয়ে দীর্ঘ দিন যাবৎ মালিক পক্ষের সাথে শ্রমিকদের সমস্যা চলছিল। কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের এ দাবী মানছিলোনা। শ্রমিকরা তাদের দাবী পুনরায় মালিকপক্ষের কাছে জানালে তাদের কোনো দাবি মেনে না নিয়ে উল্টো হুমকি, ধামকি ও মারধর করে। সাকুরা ছাড়াও ওই এলাকার আরো কয়েকটি গার্মেন্ট প্রতিষ্ঠানে (রেডিক্যাল, আবির ফ্যাশন, ইরান ও ওসমান) এ একই পরিস্থিতি চলছে।

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলার সভাপতি এম এ শাহীন জানান, আমরা মালিকপক্ষ ও শ্রমিকদের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করছি। আশা করি দ্রুতই শ্রমিকদের সমস্যা সমাধান হবে। শ্রমিকরা কাজে যোগ দিবেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, পরিস্থিতি কিছুটা ঠান্ডা। আমরা শ্রমিকদের সাথে কথা বলেছি, এখন মালিকপক্ষের সাথে কথা বলে ব্যাপারটি দ্রুত সমাধানের চেষ্টা করছি।

add-content

আরও খবর

পঠিত