নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : বাংলাদেশের আকাশে আগামীকাল শুক্রবার (১৫ জুন) শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা আছে। সে অনুযায়ী, আগামী শনিবার (১৬ জুন) ঈদুল ফিতর হওয়ার কথা।
এদিকে, ইসলামি ফাউন্ডেশনের দীন ই দাওয়াত বিভাগের পরিচালক মাজহারুল মান্নান জানান, চাঁদ দেখা গেলেই তবে নিশ্চিত কিছু বলা যেতে পারে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ওইদিন (১৫ জুন, শুক্রবার) চাঁদের বয়স থাকবে ১ দশমিক ৭৩ দিন। এ অবস্থায় সূর্যাস্তের সময় চাঁদের অলটিচ্যুড ২০ ডিগ্রি ১৪ মিনিট। এদিন সূর্যাস্তের সময় চাঁদের অ্যাজিমুথ অ্যাঙ্গেল ২৮৪ ডিগ্রি ১৭ দশমিক ৭ মিনিট। কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে, ১৫ তারিখ বাংলাদেশের আকাশে কোথাও কোথাও চাঁদ দেখা যাবে।
আবহাওয়া অধিদফতর আরো জানায়, আগামী শুক্রবার চাঁদ দেখার নির্ধারিত সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিট থেকে ৭টা ৫০ মিনিট পর্যন্ত (বাংলাদেশ সময়)।